আঙ্গেলা সবচেয়ে ক্ষমতাধর নারী
যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বস-এর তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী নির্বাচিত হয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। গত বুধবার সাময়িকীটি বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে।
ফোর্বস সাময়িকী বলেছে, ‘জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল ইউরোপের এক প্রকৃত বিশ্ব অর্থনীতির প্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের অবিসংবাদিত নেতা।’
২০০৫ সালে ক্ষমতায় আসার পর ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত এ তালিকায় টানা চারবার প্রথম হন তিনি। তবে গত বছর চতুর্থ স্থানে চলে যান। সেবার মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রথম স্থানটি দখল করেছিলেন। তিনি এবার অষ্টম অবস্থানে নেমে গেছেন। আর গতবার তালিকায় পঞ্চম অবস্থানে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। গত জানুয়ারি মাসে নির্বাচিত ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রৌসেফ রয়েছেন তৃতীয় স্থানে।
এ ছাড়া প্রথম ১০ জনের তালিকায় রয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের কোমল পানীয় পেপসির প্রধান নির্বাহী ভারতীয় বংশোদ্ভূত ইন্দ্রা নুইয়ি, জনপ্রিয় সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকের প্রধান অপারেশন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ, জনহিতৈষী মিলিন্ডা গেটস, ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
ফোর্বস সাময়িকী বলেছে, ‘জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল ইউরোপের এক প্রকৃত বিশ্ব অর্থনীতির প্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের অবিসংবাদিত নেতা।’
২০০৫ সালে ক্ষমতায় আসার পর ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত এ তালিকায় টানা চারবার প্রথম হন তিনি। তবে গত বছর চতুর্থ স্থানে চলে যান। সেবার মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রথম স্থানটি দখল করেছিলেন। তিনি এবার অষ্টম অবস্থানে নেমে গেছেন। আর গতবার তালিকায় পঞ্চম অবস্থানে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। গত জানুয়ারি মাসে নির্বাচিত ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রৌসেফ রয়েছেন তৃতীয় স্থানে।
এ ছাড়া প্রথম ১০ জনের তালিকায় রয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের কোমল পানীয় পেপসির প্রধান নির্বাহী ভারতীয় বংশোদ্ভূত ইন্দ্রা নুইয়ি, জনপ্রিয় সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকের প্রধান অপারেশন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ, জনহিতৈষী মিলিন্ডা গেটস, ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
No comments