কায়রোতে ফের বিক্ষোভ
মিসরের কায়রোর তাহরির স্কয়ারে আবার হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার রাত থেকে সেখানে লোকসমাগম ঘটতে থাকে।
মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক খবরে বলা হয়েছে, দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে আগামী ৩ আগস্ট রাজধানী কায়রোতে শুনানিতে হাজির করা হবে। স্বাস্থ্যসমস্যাজনিত কারণে শুনানির মুলতবি করা হতে পারে—এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এদিকে সংস্কারকাজে ক্ষমতাসীন সেনা পরিষদের মন্থর গতির প্রতিবাদে ধর্মনিরপেক্ষ গোষ্ঠী ১৮ জুলাই থেকে তাহরির স্কয়ারের বাইরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এতে দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
বিক্ষোভের আয়োজকেরা বলছেন, গত ফেব্রুয়ারিতে হোসনি মোবারককে পদত্যাগে বাধ্য করার ওই ‘ঐকবদ্ধ’ আন্দোলনের চেতনা সমুন্নত রাখার ব্যাপারে ধর্মনিরপেক্ষ ও ইসলামি গোষ্ঠীগুলো মতৈক্যে পৌঁছেছে। অভিন্ন লক্ষ্যে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক খবরে বলা হয়েছে, দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে আগামী ৩ আগস্ট রাজধানী কায়রোতে শুনানিতে হাজির করা হবে। স্বাস্থ্যসমস্যাজনিত কারণে শুনানির মুলতবি করা হতে পারে—এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এদিকে সংস্কারকাজে ক্ষমতাসীন সেনা পরিষদের মন্থর গতির প্রতিবাদে ধর্মনিরপেক্ষ গোষ্ঠী ১৮ জুলাই থেকে তাহরির স্কয়ারের বাইরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এতে দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
বিক্ষোভের আয়োজকেরা বলছেন, গত ফেব্রুয়ারিতে হোসনি মোবারককে পদত্যাগে বাধ্য করার ওই ‘ঐকবদ্ধ’ আন্দোলনের চেতনা সমুন্নত রাখার ব্যাপারে ধর্মনিরপেক্ষ ও ইসলামি গোষ্ঠীগুলো মতৈক্যে পৌঁছেছে। অভিন্ন লক্ষ্যে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
No comments