টেন্ডুলকারের আরেকটি ‘সেঞ্চুরি’
ট্রেন্টব্রিজে একটা সেঞ্চুরি পেয়ে গেলেন শচীন টেন্ডুলকার। ভাবছেন, তাহলে তো বহু প্রত্যাশিত সেই সেঞ্চুরির সেঞ্চুরিটা হয়েই গেল! নাহ...ওটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এই সেঞ্চুরি মাঠে নামার। সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডটা গত বছরের আগস্ট থেকে তাঁর ঝুলিতে, বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডটা আছে আরও আগে থেকেই। এবার বিদেশের মাটিতে ১০০ টেস্ট খেলা প্রথম ক্রিকেটার হয়ে গেলেন টেন্ডুলকার। তবে কি অপেক্ষাটা ছিল উপলক্ষেরই? বিদেশের মাটিতে শততম ম্যাচে হবে আন্তর্জাতিক ক্রিকেটের শততম সেঞ্চুরি?
No comments