এবার কামতাপুরকে পৃথক রাজ্য ঘোষণার দাবি
ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের ছয়টি জেলা নিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি উঠেছে। কামতাপুর ডেমোক্রেটিক লিবারেশন অর্গানাইজেশনের পক্ষ থেকে এই দাবি এর মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কামতাপুরকে পৃথক রাজ্য ঘোষণার পাশাপাশি কামতাপুরের ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ারও দাবি জানানো হয়েছে। কামতাপুর ডেমোক্রেটিক লিবারেশন অর্গানাইজেশন ১৯৯৫ সালে কামতাপুর রাজ্য গঠনের দাবি তোলে।
গত ১৮ জুলাই দার্জিলিং চুক্তি সম্পাদনের পর সশস্ত্র আন্দোলনের পথ ছেড়ে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনের ডাক দেন কামতাপুর ডেমোক্রেটিক লিবারেশন অর্গানাইজেশনের নেতা পুলভ বর্মণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কামতাপুরকে পৃথক রাজ্য ঘোষণার পাশাপাশি কামতাপুরের ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ারও দাবি জানানো হয়েছে। কামতাপুর ডেমোক্রেটিক লিবারেশন অর্গানাইজেশন ১৯৯৫ সালে কামতাপুর রাজ্য গঠনের দাবি তোলে।
গত ১৮ জুলাই দার্জিলিং চুক্তি সম্পাদনের পর সশস্ত্র আন্দোলনের পথ ছেড়ে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনের ডাক দেন কামতাপুর ডেমোক্রেটিক লিবারেশন অর্গানাইজেশনের নেতা পুলভ বর্মণ।
No comments