মার্গারেট থ্যাচারের হাতব্যাগ ২৫ হাজার পাউন্ডে বিক্রি
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের বিখ্যাত হাতব্যাগ এক নিলামে ২৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। গত সোমবার লন্ডনের ক্রিস্টিস নিলামঘরে এ নিলাম অনুষ্ঠিত হয়। হাতব্যাগ বিক্রির এই অর্থ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে।
লৌহমানবী হিসেবে পরিচিত থ্যাচারের এই হাতব্যাগ ব্রিটিশ মন্ত্রীদের কাছে বেশ ভয়ের বস্তু ছিল। ১৯৭৯-৯০ সালের শাসনামলে থ্যাচার বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেমন—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের সঙ্গে বৈঠক করার সময় ওই কালো অ্যাস্প্রে হাতব্যাগ ব্যবহার করতেন।
থ্যাচারের মন্ত্রিসভায় ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা লর্ড ক্যানেথ বেকার ওই ব্যাগকে থ্যাচারের ‘গোপন অস্ত্র’ বলে অভিহিত করেছেন। তিনি স্মৃতিচারণকরে বলেন, কর্তৃত্বের প্রতীক হিসেবে থ্যাচার প্রায়ই তাঁর হাতব্যাগ মন্ত্রিসভার টেবিলে রাখতেন এবং ব্যাগ থেকে প্রয়োজনীয় কাগজপত্র বের করতেন।
লৌহমানবী হিসেবে পরিচিত থ্যাচারের এই হাতব্যাগ ব্রিটিশ মন্ত্রীদের কাছে বেশ ভয়ের বস্তু ছিল। ১৯৭৯-৯০ সালের শাসনামলে থ্যাচার বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেমন—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের সঙ্গে বৈঠক করার সময় ওই কালো অ্যাস্প্রে হাতব্যাগ ব্যবহার করতেন।
থ্যাচারের মন্ত্রিসভায় ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা লর্ড ক্যানেথ বেকার ওই ব্যাগকে থ্যাচারের ‘গোপন অস্ত্র’ বলে অভিহিত করেছেন। তিনি স্মৃতিচারণকরে বলেন, কর্তৃত্বের প্রতীক হিসেবে থ্যাচার প্রায়ই তাঁর হাতব্যাগ মন্ত্রিসভার টেবিলে রাখতেন এবং ব্যাগ থেকে প্রয়োজনীয় কাগজপত্র বের করতেন।
No comments