হাইকোর্টের রায়ের বিরুদ্ধে টাটার আপিল
পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার সরকারি কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন আদালতে খারিজ হওয়ার পর টাটা মোটরস গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আপিল করেছে। গত সোমবার কলকাতা হাইকোর্ট টাটার ওই রিট আবেদন খারিজ করেন।
গতকাল সকালে নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের অবসরকালীন ডিভিশন বেঞ্চে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে টাটা মোটরস। আপিলে সিঙ্গুরের জমি-ফেরত কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়। কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি আইনজীবী অনুপস্থিত থাকায় ডিভিশন বেঞ্চের বিচারপতি পি সত্যশিবম ও বিচারপতি এ কে পট্টনায়ক আজ বুধবার শুনানির দিন ধার্য করেন।
এর আগে সোমবার পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট পিটিশন দাখিল করে। পিটিশনে বলা হয়, সরকারকে না জানিয়ে সুপ্রিম কোর্ট যেন একতরফা কোনো সিদ্ধান্ত না নেন।
গতকাল সকালে নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের অবসরকালীন ডিভিশন বেঞ্চে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে টাটা মোটরস। আপিলে সিঙ্গুরের জমি-ফেরত কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়। কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি আইনজীবী অনুপস্থিত থাকায় ডিভিশন বেঞ্চের বিচারপতি পি সত্যশিবম ও বিচারপতি এ কে পট্টনায়ক আজ বুধবার শুনানির দিন ধার্য করেন।
এর আগে সোমবার পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট পিটিশন দাখিল করে। পিটিশনে বলা হয়, সরকারকে না জানিয়ে সুপ্রিম কোর্ট যেন একতরফা কোনো সিদ্ধান্ত না নেন।
No comments