আফগানিস্তানে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল মঙ্গলবার রাতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ জহির এএফপিকে এ খবর নিশ্চিত করেন। জহির বলেন, রাতে বেশ কিছু বন্দুকধারী হোটেলে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হন বলে তিনি জানান।
ঘটনাস্থলের কাছে থাকা এএফপির একজন সাংবাদিক বলেছেন, তিনি কমপক্ষে একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ ছাড়া হোটেলের ভেতর থেকে ভারী গোলাবর্ষণেরও আওয়াজ শোনা গেছে। তিনি আরও জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় হোটেলটি অন্ধকারে ঢেকে যায়। তিনি জানান, পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।
কাবুলের এ হোটেলে সাধারণত বিদেশি অতিথি ও সরকারি কর্মকর্তারা থাকেন।
কাবুলের নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, হোটেলটির অভ্যন্তরে কমপক্ষে ছয়টি আত্মঘাতী হামলা হয়েছে।
কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ জহির এএফপিকে এ খবর নিশ্চিত করেন। জহির বলেন, রাতে বেশ কিছু বন্দুকধারী হোটেলে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হন বলে তিনি জানান।
ঘটনাস্থলের কাছে থাকা এএফপির একজন সাংবাদিক বলেছেন, তিনি কমপক্ষে একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ ছাড়া হোটেলের ভেতর থেকে ভারী গোলাবর্ষণেরও আওয়াজ শোনা গেছে। তিনি আরও জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় হোটেলটি অন্ধকারে ঢেকে যায়। তিনি জানান, পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।
কাবুলের এ হোটেলে সাধারণত বিদেশি অতিথি ও সরকারি কর্মকর্তারা থাকেন।
কাবুলের নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, হোটেলটির অভ্যন্তরে কমপক্ষে ছয়টি আত্মঘাতী হামলা হয়েছে।
No comments