এ বছর থাইল্যান্ডে নির্বাচন নয়
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া বলেছেন, চলতি বছরের মধ্যে নির্বাচন করার কোনো পরিকল্পনা তাঁর নেই। কারণ হিসেবে তিনি জানান, কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী রাজনৈতিক অস্থিতিশীলতার পর সমঝোতার জন্য আরও সময়ের প্রয়োজন। গতকাল শুক্রবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রধানমন্ত্রী ভেজ্জাজিওয়া বলেন, পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়া কিংবা আগাম নির্বাচনের বিষয়টি বিবেচনার অযোগ্য বলে ঘোষণা করছে না সরকার। তবে পরিবেশ আরও বন্ধুত্ব হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বছর শেষ হওয়ার আগে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ইচ্ছা তাঁর নেই। ভেজ্জাজিওয়া বলেন, ২০১১ সালে নির্বাচন করাই ভালো হতে পারে।
‘লাল শার্ট’ বিক্ষোভকারীদের প্রশমিত করতে আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া। কিন্তু ‘লাল শার্ট’রা ব্যাংককের কেন্দ্রস্থল থেকে সরে যেতে অস্বীকৃতি জানানোর পর প্রধানমন্ত্রী তাঁর পরিকল্পনা স্থগিত ঘোষণা করেন। উল্লেখ্য, ‘লাল শার্ট’ বিক্ষোভকারীদের বেশির ভাগই থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক।
এর আগে গত মাসে থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমাইয়া ব্রাসেলসে বলেছিলেন, ২০১১ সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে।
আগাম নির্বাচনের দাবিতে ব্যাংককে ‘লাল শার্ট’ বিক্ষোভকারীদের বিক্ষোভের সময় সহিংসতায় ৯০ জন নিহত হয়। আহত হয় প্রায় এক হাজার ৬০০ জন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক লোক
প্রধানমন্ত্রী বলেন, বছর শেষ হওয়ার আগে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ইচ্ছা তাঁর নেই। ভেজ্জাজিওয়া বলেন, ২০১১ সালে নির্বাচন করাই ভালো হতে পারে।
‘লাল শার্ট’ বিক্ষোভকারীদের প্রশমিত করতে আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া। কিন্তু ‘লাল শার্ট’রা ব্যাংককের কেন্দ্রস্থল থেকে সরে যেতে অস্বীকৃতি জানানোর পর প্রধানমন্ত্রী তাঁর পরিকল্পনা স্থগিত ঘোষণা করেন। উল্লেখ্য, ‘লাল শার্ট’ বিক্ষোভকারীদের বেশির ভাগই থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক।
এর আগে গত মাসে থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমাইয়া ব্রাসেলসে বলেছিলেন, ২০১১ সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে।
আগাম নির্বাচনের দাবিতে ব্যাংককে ‘লাল শার্ট’ বিক্ষোভকারীদের বিক্ষোভের সময় সহিংসতায় ৯০ জন নিহত হয়। আহত হয় প্রায় এক হাজার ৬০০ জন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক লোক
No comments