পদক পাচ্ছেন সেই কোমানো
পেনাল্টি মিস করা মানেই দেশবাসীর কাছে খলনায়কে পরিণত হওয়া। ইতিহাস অন্তত তা-ই বলে। ভাগ্যবান কোমানোর ক্ষেত্রে ঘটছে ঠিক উল্টোটা। তিরস্কারের পরিবর্তে পেতে যাচ্ছেন পদক!
টাইব্রেকারে তাঁর মিসেই স্বপ্নভঙ্গ হয়েছে জাপানের। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায়। অথচ কোমানোর রাজ্য ওয়াকায়ামার পক্ষ থেকে তাঁকে দেওয়া হবে পদক। ওয়াকায়ামার গর্ভনর ইয়োসিনোবু নিসাকা নিজেই দিয়েছেন এই খবর।
প্যারাগুয়ের বিপক্ষে জাপানের টাইব্রেকার ওয়াকায়ামার গভর্নর দেখেছেন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এলাকায় বড় পর্দায়। যেখানে কোমানোর মাও ছিলেন। গভর্নরের কথা, ‘জনগণকে স্বপ্ন এবং আবেগ উপহার দেওয়ার জন্য আমরা কোমানোকে পদক দিতে চাই।’
শুধু গভর্নর নন, মনঃকষ্টের সেই সময়টাতে সতীর্থরাও ছিলেন তাঁর পাশে। কোমানো বলেছেন, ‘আমি শুধুই নিচের দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু সতীর্থরা আমাকে হালকা হতে সাহায্য করেছে। তুলিও (ডিফেন্ডার) আমাকে বলেছে, সেও এটা মিস করতে পারত। আমি তাই মাথা উঁচু করেই বাড়ি ফিরেছি।’
টাইব্রেকারে তাঁর মিসেই স্বপ্নভঙ্গ হয়েছে জাপানের। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায়। অথচ কোমানোর রাজ্য ওয়াকায়ামার পক্ষ থেকে তাঁকে দেওয়া হবে পদক। ওয়াকায়ামার গর্ভনর ইয়োসিনোবু নিসাকা নিজেই দিয়েছেন এই খবর।
প্যারাগুয়ের বিপক্ষে জাপানের টাইব্রেকার ওয়াকায়ামার গভর্নর দেখেছেন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এলাকায় বড় পর্দায়। যেখানে কোমানোর মাও ছিলেন। গভর্নরের কথা, ‘জনগণকে স্বপ্ন এবং আবেগ উপহার দেওয়ার জন্য আমরা কোমানোকে পদক দিতে চাই।’
শুধু গভর্নর নন, মনঃকষ্টের সেই সময়টাতে সতীর্থরাও ছিলেন তাঁর পাশে। কোমানো বলেছেন, ‘আমি শুধুই নিচের দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু সতীর্থরা আমাকে হালকা হতে সাহায্য করেছে। তুলিও (ডিফেন্ডার) আমাকে বলেছে, সেও এটা মিস করতে পারত। আমি তাই মাথা উঁচু করেই বাড়ি ফিরেছি।’
No comments