শিরিন এবাদির সহযোগীকে মুক্তি দিয়েছে ইরান
শান্তিতে নোবেল জয়ী শিরিন এবাদির ঘনিষ্ঠ সহযোগী নার্গিস মোহাম্মাদীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইরান সরকার। গত বছর ইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন আগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ইরানের সরকারবিরোধী একটি ওয়েবসাইটে গতকাল শুক্রবার এ খবর প্রকাশিত হয়েছে।
বিরোধী দলের নেতা মীর হোসেইন মৌসাভির ওয়েবসাইট কালেম ডট কম নার্গিস মোহাম্মাদীর স্বামী তাঘি রহমানির বরাত দিয়ে জানায়, ‘আমি এইমাত্র ওর (নার্গিস) সঙ্গে কথা বললাম। সে কারাগারের ফটক থেকে বের হয়েছে।’
গত বছরের ১১ জুন প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন আগে নার্গিসকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই ইরান ত্যাগ করেন এবাদি।
বিরোধী দলের নেতা মীর হোসেইন মৌসাভির ওয়েবসাইট কালেম ডট কম নার্গিস মোহাম্মাদীর স্বামী তাঘি রহমানির বরাত দিয়ে জানায়, ‘আমি এইমাত্র ওর (নার্গিস) সঙ্গে কথা বললাম। সে কারাগারের ফটক থেকে বের হয়েছে।’
গত বছরের ১১ জুন প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন আগে নার্গিসকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই ইরান ত্যাগ করেন এবাদি।
No comments