কান্দাহার অভিযানে স্থানীয়দের সমর্থন চাইলেন কারজাই
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে তালেবানবিরোধী সর্বাত্মক অভিযান পরিচালনার জন্য স্থানীয় উপজাতীয় ও ধর্মীয় নেতাদের সমর্থন চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। কান্দাহারের উপজাতীয় ও ধর্মীয় নেতাদের সঙ্গে গতকাল রোববার এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ সময় ন্যাটো জোটের কমান্ডার মার্কিন জেনারেল স্টানলি ম্যাকক্রিস্টালও উপস্থিত ছিলেন।
বৈঠকে কারজাই বলেন, ‘এই মুহূর্তে কান্দাহারের অবস্থা খুবই শোচনীয়। শত্রুদের দমনে সামরিক অভিযান চালাতে হবে। এ জন্য আপনাদের সাহায্য ও সমর্থন আমাদের দরকার।’ কারজাইয়ের এ আহ্বানে বৈঠকে উপস্থিত অধিকাংশ নেতা হাত তুলে সমর্থন জানান।
বৈঠকে কারজাই বলেন, ‘এই মুহূর্তে কান্দাহারের অবস্থা খুবই শোচনীয়। শত্রুদের দমনে সামরিক অভিযান চালাতে হবে। এ জন্য আপনাদের সাহায্য ও সমর্থন আমাদের দরকার।’ কারজাইয়ের এ আহ্বানে বৈঠকে উপস্থিত অধিকাংশ নেতা হাত তুলে সমর্থন জানান।
No comments