ব্রাজিলকে হারানোর ঘোষণা সিমাওয়ের
স্পেনকে নিয়ে ভয় আছে, কিন্তু ব্রাজিলকে নিয়ে নয়! পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানো কোনো ব্যাপারই মনে হচ্ছে না পর্তুগিজ উইঙ্গার সিমাও সাব্রোসার কাছে।
২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট পর্তুগাল। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তারা আছে ‘জি’ গ্রুপে, যেটাকে কিনা এবারের বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’ই বলা হচ্ছে। এই গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া বা আইভরিকোস্ট তো অবশ্যই, ব্রাজিলকেও হারানো সম্ভব বলে মনে করেন সিমাও, ‘বিশ্বকাপটা জয় দিয়ে শুরু করা গুরুত্বপূর্ণ। আমরা কখনোই চাইব না যে দ্বিতীয় পর্বে যেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিলের বিপক্ষে অস্তিত্বের লড়াই লড়তে। তবে হ্যাঁ, ও রকম ম্যাচে যদি জেতারই প্রয়োজন হয়, তাহলে কেন জিতব না? আর ব্রাজিলকে আমরা আগেও অনেকবার হারিয়েছি।’ তবে সিমাও মনে-প্রাণে চাইছেন শেষ ১৬-তে গিয়ে যেন স্পেনের মুখোমুখি হতে না হয়, ‘শেষ ১৬তে স্পেনের মুখোমুখি হতে হলে সেটা পর্তুগালের জন্য কঠিনই হবে, কারণ তারা ইউরোপীয় চ্যাম্পিয়ন।’
বিশ্বকাপে পর্তুগাল দল নিয়ে দারুণ আশাবাদী সিমাও। জোহানেসবার্গের বাইরের অনুশীলন ক্যাম্পে সংবাদমাধ্যমের কাছে সে আশার কথাই জানিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই খেলোয়াড়, ‘ইউরোপের সেরা সেরা কিছু খেলোয়াড় আছে আমাদের দলে। দলটা খুবই একতাবদ্ধ এবং শক্তিশালীও।’ কিন্তু বাইরে যে গুঞ্জন আছে, পর্তুগালের আরেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বোঝাপড়াটা খুব ভালো নয় সিমাওয়ের! পর্তুগিজ উইঙ্গার উড়িয়েই দিলেন এমন গুজব, ‘এটা একদমই বানোয়াট, বিষয়টা আমার মাথায়ই ঢোকে না। আপনারা চাইলে রোনালাদোকেও এটা জিজ্ঞেস করে দেখতে পারেন। ওই জানাক আসল ব্যাপারটা কী...।’
আগামীকাল পোর্ট এলিজাবেথে আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পর্তুগালের বিশ্বকাপ। অনুশীলনে নানির ইনজুরিতে পড়াটাকে এ ম্যাচের আগে পর্তুগিজদের জন্য বড় দুশ্চিন্তা মনে করছেন সিমাও, ‘সে অবশ্যই ভালো একজন খেলোয়াড়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ও এখন ইনজুরিতে। এটা আমাদের জন্য দুঃখজনক, তবে দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, তারা এমনকি আমাদের জায়গায়ও খেলতে পারে।’ আর সে কারণেই দলে নিজের জায়গাটাও পাকা মনে করেন না সিমাও। ২৩ জনের দলে থাকতে পেরেই নাকি সন্তুষ্ট তিনি!
২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট পর্তুগাল। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তারা আছে ‘জি’ গ্রুপে, যেটাকে কিনা এবারের বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’ই বলা হচ্ছে। এই গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া বা আইভরিকোস্ট তো অবশ্যই, ব্রাজিলকেও হারানো সম্ভব বলে মনে করেন সিমাও, ‘বিশ্বকাপটা জয় দিয়ে শুরু করা গুরুত্বপূর্ণ। আমরা কখনোই চাইব না যে দ্বিতীয় পর্বে যেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিলের বিপক্ষে অস্তিত্বের লড়াই লড়তে। তবে হ্যাঁ, ও রকম ম্যাচে যদি জেতারই প্রয়োজন হয়, তাহলে কেন জিতব না? আর ব্রাজিলকে আমরা আগেও অনেকবার হারিয়েছি।’ তবে সিমাও মনে-প্রাণে চাইছেন শেষ ১৬-তে গিয়ে যেন স্পেনের মুখোমুখি হতে না হয়, ‘শেষ ১৬তে স্পেনের মুখোমুখি হতে হলে সেটা পর্তুগালের জন্য কঠিনই হবে, কারণ তারা ইউরোপীয় চ্যাম্পিয়ন।’
বিশ্বকাপে পর্তুগাল দল নিয়ে দারুণ আশাবাদী সিমাও। জোহানেসবার্গের বাইরের অনুশীলন ক্যাম্পে সংবাদমাধ্যমের কাছে সে আশার কথাই জানিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই খেলোয়াড়, ‘ইউরোপের সেরা সেরা কিছু খেলোয়াড় আছে আমাদের দলে। দলটা খুবই একতাবদ্ধ এবং শক্তিশালীও।’ কিন্তু বাইরে যে গুঞ্জন আছে, পর্তুগালের আরেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বোঝাপড়াটা খুব ভালো নয় সিমাওয়ের! পর্তুগিজ উইঙ্গার উড়িয়েই দিলেন এমন গুজব, ‘এটা একদমই বানোয়াট, বিষয়টা আমার মাথায়ই ঢোকে না। আপনারা চাইলে রোনালাদোকেও এটা জিজ্ঞেস করে দেখতে পারেন। ওই জানাক আসল ব্যাপারটা কী...।’
আগামীকাল পোর্ট এলিজাবেথে আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পর্তুগালের বিশ্বকাপ। অনুশীলনে নানির ইনজুরিতে পড়াটাকে এ ম্যাচের আগে পর্তুগিজদের জন্য বড় দুশ্চিন্তা মনে করছেন সিমাও, ‘সে অবশ্যই ভালো একজন খেলোয়াড়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ও এখন ইনজুরিতে। এটা আমাদের জন্য দুঃখজনক, তবে দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, তারা এমনকি আমাদের জায়গায়ও খেলতে পারে।’ আর সে কারণেই দলে নিজের জায়গাটাও পাকা মনে করেন না সিমাও। ২৩ জনের দলে থাকতে পেরেই নাকি সন্তুষ্ট তিনি!
No comments