মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় হাকিমুল্লাহর উত্তরসূরিও নিহত হয়েছেন!
যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলায় পাকিস্তানি তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদের সঙ্গে তাঁর অন্যতম সম্ভাব্য উত্তরসূরি কারি হুসেইনও নিহত হয়েছেন। স্থানীয় একটি সূত্র এমনটি দাবি করেছে। কারি হুসেইন হাকিমুল্লাহ মেহসুদের ঘনিষ্ঠ সহযোগী ও আত্মঘাতী বোমা বিস্ফোরণের প্রধান প্রশিক্ষক। খবর পিটিআইয়ের।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের উরাকজাই আদিবাসী এলাকার সূত্র জানিয়েছে, গত ১৪ জানুয়ারি উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় কারি হুসেইন নিহত হন। ওই হামলার পর তেহরিক-ই-পাকিস্তানের প্রধান সামরিক কৌশল নির্ধারণকারী ওয়ালি-উর রেহমানও নিখোঁজ আছেন।
তবে তালেবান জঙ্গিরা হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যুর কথা অস্বীকার করেছে। ইতিমধ্যে উত্তর ওয়াজিরিস্তানের তালেবান জঙ্গিরা পাকিস্তান সরকারকে হুমকি দিয়ে বলেছে, সেখানে আরও কোনো সামরিক অভিযান চালানো হলে বড় ধরনের যুদ্ধ শুরু হবে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের উরাকজাই আদিবাসী এলাকার সূত্র জানিয়েছে, গত ১৪ জানুয়ারি উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় কারি হুসেইন নিহত হন। ওই হামলার পর তেহরিক-ই-পাকিস্তানের প্রধান সামরিক কৌশল নির্ধারণকারী ওয়ালি-উর রেহমানও নিখোঁজ আছেন।
তবে তালেবান জঙ্গিরা হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যুর কথা অস্বীকার করেছে। ইতিমধ্যে উত্তর ওয়াজিরিস্তানের তালেবান জঙ্গিরা পাকিস্তান সরকারকে হুমকি দিয়ে বলেছে, সেখানে আরও কোনো সামরিক অভিযান চালানো হলে বড় ধরনের যুদ্ধ শুরু হবে।
No comments