বাগদাদে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩৬ জন নিহত
ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে গতকাল সোমবার তিনটি আত্মঘাতীগাড়িবোমা হামলায়অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭১ জন। বোমাগুলো বাগদাদের কয়েকটি হোটেলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
বাগদাদে বিবিসির সংবাদদাতা জানান, মনে হচ্ছে সম্প্রতি উন্নতি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য পরিকল্পিতভাবে এ বোমা হামলা চালানো হয়েছে।
বাগদাদের নিরাপত্তা মুখপাত্র মেজর জেনারেল কাশিম আল-মৌসাবি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘হোটেল শেরাটনের কাছে প্রথমে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এরপর ব্যাবিলন হোটেলে বিস্ফোরণ ঘটে। তৃতীয় বোমাটি কোথায় বিস্ফোরিত হয়েছে, তা খুঁজছি আমরা।’
মার্চ মাসে ইরাকে সাধারণ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পর থেকে দেশব্যাপী বোমা হামলা বেড়ে গেছে।
বাগদাদে বিবিসির সংবাদদাতা জানান, মনে হচ্ছে সম্প্রতি উন্নতি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য পরিকল্পিতভাবে এ বোমা হামলা চালানো হয়েছে।
বাগদাদের নিরাপত্তা মুখপাত্র মেজর জেনারেল কাশিম আল-মৌসাবি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘হোটেল শেরাটনের কাছে প্রথমে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এরপর ব্যাবিলন হোটেলে বিস্ফোরণ ঘটে। তৃতীয় বোমাটি কোথায় বিস্ফোরিত হয়েছে, তা খুঁজছি আমরা।’
মার্চ মাসে ইরাকে সাধারণ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পর থেকে দেশব্যাপী বোমা হামলা বেড়ে গেছে।
No comments