‘একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন’, বিজেপিকে তোপ মমতার by সেবন্তী ভট্টাচার্য্য
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে কাগজ ছুঁড়ে একমাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন শুভেন্দুসহ ৪ বিজেপি বিধায়ক। এরপর রাজ্য সরকারের মর্যাদা ক্ষুণ্ণ এবং সাসপেনশনের কারণ নিয়ে মিথ্যাচার করায় বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিসও দেওয়া হয়েছে।এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ বয়কট করে বিজেপি। সিঁড়িতে ধরনা দেয় তারা। এনিয়ে মুখ্যমন্ত্রীর তোপ, “ওঁরা আমাকে ফেস করতে পারে না। তাই আমি যখন বলতে আসি ওঁরা চলে যায়।” শুভেন্দু অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার আদপে মুসলিমের সরকার। হিন্দু ধর্মের হয়ে বলতে গিয়ে তাঁকে সাসপেন্ড হতে হয়েছে। বিরোধী দলনেতার অভিযোগ উড়িয়ে পালটা তোপ দাগেন মমতা। বলেন, 'বারবার আমায় অসম্মান করতে দেব না। লক্ষ্মণরেখা যদি ভাঙবার চেষ্টা করেন তাহলে জবাব দেওয়ার অধিকার আমার আছে।” বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর পাল্টা প্রশ্ন রাজ্যে হিন্দু ধর্মের জন্য কী কী করেছেন? “স্বামীজির বাড়ি দখল হয়ে যাচ্ছিল। নিবেদিতার বাড়ি দখল রুখেছি। এগুলো কোন ধর্মের? উত্তর আছে বন্ধুরা?' গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন তিনি। মমতার চ্যালেঞ্জ, “আমায় মুসলিম লীগ বলছেন? আপনারা তো নির্বাচনের সময় সাহায্য নেন মুসলিম লীগের। সব সত্যি ফাঁস করব?”
No comments