ভারতে কথিত বাংলাদেশি গ্রেপ্তার, অভিযোগ তিনি পর্নো তারকা
রিপোর্টে বলা হয়, গোপন সূত্রে পুলিশ খবর পায় যে, ভুয়া ডকুমেন্ট ব্যবহার করে মহারাষ্ট্রের অম্বরনাথে বসবাস করছে একটি কথিত বাংলাদেশি পরিবার। তারা তদন্ত শুরু করে। তাতে ওই পরিবারটির প্রতারণামূলক আচরণ, কর্মকাণ্ড ধরা পড়ে। রিপোর্টে বলা হয়েছে, রিয়া বারদে তার মা, ভাই ও বোনকে নিয়ে বসবাস করছিলেন। কিন্তু তার এক বন্ধু পুলিশকে ভুয়া পাসপোর্টের তথ্য দেয়। এরপরই বারদেকে গ্রেপ্তার করে মুম্বই থেকে প্রায় ৩০ মাইল দূরে উল্লাসনগরে হিল লাইন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষের অভিযোগ রিয়া বারদের মা ভারতে অবস্থান করার জন্য অমরাবতী শহরের একজন পুরুষকে বিয়ে করেছেন। ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬ এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে রিয়া বারদে এবং অন্য চারজনের বিরুদ্ধে মামলা নিবন্ধিত করেছে হিল লাইন পুলিশ। রিয়ার পাশাপাশি অভিযোগ গঠন করা হয়েছে তার মা অঞ্জলী বারদে (ওরফে রুবি শেখ), পিতা অরবিন্দ বারদে, ভাই রবীন্দ্র (ওরফে রিয়াজ শেখ) এবং বোন রিতু (ওরফে মনি শেখ)-এর বিরুদ্ধে। ওই প্রতিবেদনে রিয়াকে পর্নো তারকা হিসেবে উল্লেখ করা হলেও তিনি কোথায় এমন ছবিতে অভিনয় করেছেন, তার কোনো ছবি মুক্তি পেয়েছে কিনা তা বলা হয়নি। এ মামলাটি তদন্ত করেছেন পুলিশের সাব ইন্সপেক্টর সংগ্রাম মালাকার। তিনি বলেছেন, তদন্তে আমরা দেখতে পেয়েছি রিয়ার মা অঞ্জলী বাংলাদেশের একজন অধিবাসী। তিনি রিয়াসহ দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বেআইনিভাবে ভারতে বসবাস করছেন। অরবিন্দ বারদে নামে অমরাবতী এলাকার বাসিন্দাকে বিয়ে করেছেন রিয়ার মা অঞ্জলী। অরবিন্দ বারদে পশ্চিমবঙ্গ থেকে গিয়ে ওই এলাকায় বসবাস করেন। অঞ্জলী পরে একটি ভুয়া জন্মসনদ ব্যবহার করে ভারতের পাসপোর্ট করেছেন। নিজের এবং সন্তানদের জন্যও একই কাজ করেছেন। পুলিশের রিপোর্টে ইঙ্গিত মিলেছে যে, রিয়ার পিতামাতা এখন বসবাস করছেন কাতারে। তার ভাই ও বোন পলাতক রয়েছে। রিয়া বারদে’কে অনেক পর্নোগ্রাফিক ছবিতে দেখা গেছে বলে রিপোর্টে বলা হয়েছে।
No comments