রাফায়েল নিয়ে কেন্দ্রীয় সরকার একনাগাড়ে মিথ্যা কথা বলছে: গুলাম নবী আজাদ
ভারতীয়
সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার বিরোধীদলনেতা ও কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম
নবী আজাদ বলেছেন, ‘রাফায়েল যুদ্ধবিমান নিয়ে কেন্দ্রীয় সরকার একনাগাড়ে
মিথ্যা কথা বলে চলেছে। তিনি আজ (সোমবার) নয়াদিল্লিতে ওই মন্তব্য করেছেন।’ তিনি বলেন, ‘কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাফায়েল ইস্যু ক্রমাগত উত্থাপন করে আসছেন। গোটা দেশবাসী বলছে রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে বড়সড় দুর্নীতি হয়েছে। রাজ্যসভায় এ নিয়ে আলোচনা হওয়া উচিত।’ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর অপব্যবহার প্রসঙ্গে গুলাম নবী আজাদ বলেন, ‘বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ জোট ভাঙার জন্য সিবিআই (কেন্দ্রীয় তদন্ত সংস্থা), ইডি’র(এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) মতো তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে। সাড়ে চার বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্মসংস্থান, কৃষি ও নারীদের নিরাপত্তার কথা বলেছিলেন। কিন্তু এখন সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আয়কর দফতরকে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলের কথা উল্লেখ করে আজাদ বলেন, ‘তৎকালীন সময়ে রাজীব গান্ধীর বিরুদ্ধেও অনেক দল জোট বেধে ছিল। কিন্তু কংগ্রেস কখনো তাঁদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়নি। কিন্তু আজ সরকারবিরোধী মহাজোটের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।’ তিনি বলেন, কংগ্রেসের নেতা হোন, এনসিপি নেতা, তৃণমূল, ডিএমকে বা এআইএডিএমকে নেতা হোন তাঁদের বিরুদ্ধে সিবিআই, আয়কর দফতর ও ইডি’র পদক্ষেপের মাধ্যমে তাদেরকে ভয় দেখানো ও হুমকি দেয়ার চেষ্টা চলছে।’ দেশবাসী কখনো এধরণের স্বৈরাচারী আচরণ মেনে নেবে না বলেও গুলাম নবী আজাদ মন্তব্য করেন। |
এপ্রসঙ্গে পশ্চিমবঙ্গের কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়য়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আব্দুল মাতিন আজ (সোমবার) রেডিও তেহরানকে বলেন, ‘মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিসগড়ে বিধানসভা নির্বাচনে পরাজয়ের ফলে বিজেপি এতবেশি হতাশ হয়ে পড়েছে যে, আর মানুষের কাছে তাঁরা কী ইস্যু নিয়ে যাবে! তাঁদের কাছে আর কোনো ইস্যু থাকছে না। এভাবে নির্বাচনকে তাঁরা ভয় পাচ্ছে। আগামী ২০১৯ এর নির্বাচনকে সামনে রেখে উত্তর প্রদেশে অখিলেশ যাদব ও মায়াবতীর মধ্যে যে সম্ভাবনাময় জোট দানা বেঁধেছে, সেটাকে যাতে ভেস্তে দেয়া যায় সেজন্য বিজেপির এটা বড় গেম প্ল্যান। উচ্চবর্ণের মানুষদের জন্য সংরক্ষণের সুবিধার যে কথা বলা হয়েছে তা হল জনপ্রিয় গিমিক। এসব গিমিক নিয়ে বিজেপি চেষ্টা করছে রাফায়েল ক্রয়ে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে অনিল আম্বানির দুর্নীতি চাঁপা দিতে। এজন্য পুরোনো দুর্নীতির অভিযোগ উত্থাপন করার চেষ্টা করছে। ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে বিজেপি জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। তাঁদের নৈতিক পরাজয় হয়েছে।’ |
No comments