কাতারের আমিরকে দাওয়াত দিলেন সৌদি রাজা
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি |
পারস্য
উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানিকে লিখিত দাওয়াত দিয়েছেন সৌদি
রাজা সালমান বিন আবদুল আজিজ। আগামী ৯ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে এ
সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
কাতারের সরকারি বার্তা সংস্থা দাওয়াতের খবরটি নিশ্চিত করেছে। তবে শেখ তামিম সৌদি আরবে অনুষ্ঠেয় ওই সম্মেলনে যোগ দেবেন কিনা তা পরিষ্কার করে নি বার্তা সংস্থাটি। কাতারের ওপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন প্রায় দেড় বছর ধরে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে।
গত সপ্তাহে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরবি ভাষার অন লাইন পত্রিকা আল-আন জানিয়েছিল যে, পিজিসিসি’র মহাসচিব আবদুল লতিফ বিন রাশিদ আলে জায়ানি কাতারে সফরে যাচ্ছেন এবং তিনি কাতারের আমির শেখ তামিমকে শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার দাওয়াত দেবেন।
গত মাসে কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ নিশ্চিত করেছিলেন যে, এবারের শীর্ষ সম্মেলনে সদস্য ছয়টি দেশই যোগ দেবে। তিনি এও বলেছিলেন যে, এবারের সম্মেলন পারস্য উপসাগরীয় এলাকার সমস্যা সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কাতারের সরকারি বার্তা সংস্থা দাওয়াতের খবরটি নিশ্চিত করেছে। তবে শেখ তামিম সৌদি আরবে অনুষ্ঠেয় ওই সম্মেলনে যোগ দেবেন কিনা তা পরিষ্কার করে নি বার্তা সংস্থাটি। কাতারের ওপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন প্রায় দেড় বছর ধরে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে।
গত সপ্তাহে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরবি ভাষার অন লাইন পত্রিকা আল-আন জানিয়েছিল যে, পিজিসিসি’র মহাসচিব আবদুল লতিফ বিন রাশিদ আলে জায়ানি কাতারে সফরে যাচ্ছেন এবং তিনি কাতারের আমির শেখ তামিমকে শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার দাওয়াত দেবেন।
গত মাসে কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ নিশ্চিত করেছিলেন যে, এবারের শীর্ষ সম্মেলনে সদস্য ছয়টি দেশই যোগ দেবে। তিনি এও বলেছিলেন যে, এবারের সম্মেলন পারস্য উপসাগরীয় এলাকার সমস্যা সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
No comments