খ্রিস্টানরা পানির ওপর দিয়ে হাঁটো, মুসলিম শিশুরা ডুবে যাও
এবার বিপন্ন মানবতার সাক্ষ্য বহনকারী সিরীয় শিশু আয়লান কুর্দিকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে ফরাসি রম্য ম্যাগাজিন শার্লি হেবদো। তবে এতে কাকে ব্যঙ্গ করা হয়েছে তা পরিষ্কার নয়। কেউ বলছেন, প্রকাশিত কার্টুনে আয়নালকে বিদ্রুপ করা হয়েছে। কেউ আবার বলছেন, বিদ্রুপের লক্ষ্য ছিল অমানবিক ইউরোপ। তুরস্ক উপকূলে আয়লান কুর্দির মুখ থুবড়ে পড়ে থাকার ছবি প্রকাশ করে যখন মানবতার বিপন্নতা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রশ্ন তোলা হচ্ছে, ঠিক সেসময়ে আয়লানকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে শার্লি হেবদো নতুন বিতর্কের জন্ম দিয়েছে বলে উল্লেখ করেছে মরক্কোর সংবাদমাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজ।
শার্লি হেবদোতে প্রকাশিত আয়লানের ব্যঙ্গচিত্রটি প্রকাশ করে মরক্কো ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদনে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতার অজুহাতে আয়লান কুর্দিকে নিয়ে দুটি বিতর্কিত ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে। প্রথম ব্যঙ্গচিত্রে আয়লানের মুখ থুবড়ে পড়ে থাকার দৃশ্যটি এঁকে বলা হয়েছে, ‘ম্যাকডোনাল্ড হ্যাপি মিল- একটির মূল্যে দুটি শিশুর খাবারের মেন্যু’। এর টাইটেল দেয়া হয়েছে ‘তার লক্ষ্যের খুব কাছাকাছি’। দ্বিতীয় ছবির টাইটেল দেয়া হয়েছে, ‘ইউরোপ যে খ্রিস্টানদের তার প্রমাণ’ আর তার সঙ্গে যুক্ত করা ব্যঙ্গচিত্রে দেখানো হয় ছোট্ট শিশুটি ডুবে যাচ্ছে। অন্যদিকে ‘যিশুর আদলে’ এক ব্যক্তি দাঁড়ানো। তিনি বলছেন, খ্রিস্টানরা, পানির ওপর দিয়ে হাঁট। আর মুসলিম শিশুরা, ডুবে যাও’। মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শার্লি হেবদোর এ দুটি ব্যঙ্গচিত্র নিয়ে প্রচণ্ড সমালোচনা চলছে। এ ধরনের পদক্ষেপকে ‘অসম্মানজনক’ হিসেবে উল্লেখ করেছে অনেক টুইটার ব্যবহারকারী।
No comments