দাউদকে ধরতে পাকিস্তানে অভিযানের ইঙ্গিত ভারতের
দাউদ
ইব্রাহিমকে ধরতে অভিযান চালানোর বিষয়টি বিবেচনায় রয়েছে ভারত সরকারের।
বেসরকারি টিভি চ্যানেল আজ-তাকে দেয়া বিশেষ এক সাক্ষাতকারে এ কথা বলেছেন
দেশটির তথ্য প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাথোড়। এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে ও
টাইমস অব ইন্ডিয়া। রাজ্যবর্ধন বলেন, ভারতের শত্রুদের শান্তিতে থাকা উচিত
নয়। তাদের জানা উচিত মোদি সরকার প্রতি মুহুর্তে তাদের বিরুদ্ধে পদক্ষেপ
নেয়ার উপায় চিন্তা করছে। কি ধরণের পদক্ষেপ সরকার বিবেচনা করছে তা স্পষ্ট
করেনটি তিনি। তবে তিনি বলেছেন, এগুলো টিভিতে আলোচনার বিষয় নয়। পদক্ষেপ নেয়া
হয়ে তা সবাই জানতে পারবে। গোপন কোন অভিযান চালানো হবে কিনা সে প্রশ্নের
উত্তরে তিনি বলেন, আমার সেটা করতে পারি কিন্তু সেক্ষেত্রে আগাম কোন
প্রচারণা করা হবে না। অভিযানে পরও তা হতেও পারে নাও পারে। গোপন অভিযান হবে
না বিশেষ অভিযান হবে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে তার ওপর এটা নির্ভর করে।
রাথোড় আরও বলেন, বিশেষ অভিযান পরিচালিত হবার পর জানানো হয়। এটা নির্ভর করে
সরকার কখন সেটা করবে। কে জানে হয়তো এটা এখনই হচ্ছে বা হচ্ছে না। কিন্তু
সেটা সবাই জানবে হওয়ার পরে। এদিকে, রাজ্যবর্ধনের ওই সাক্ষাতকার নিয়ে ভারতের
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর টুইটার বার্তায় ‘গোপন অভিযান’
সংক্রান্ত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি। এক টুইটে তিনি বলেন, আমার
বক্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে।
No comments