সেই আফগান নারীর মৃত্যুতে ১১ পুলিশের জেল
আফগানিস্তানে পবিত্র কোরআন পোড়ানোর মিথ্যা অভিযোগে গণপিটুনিতে নিহত সেই নারীর হত্যা মামলায় এবার ১১ পুলিশ সদস্যের এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ পুলিশকে বেকসুর খালাস দেয়া হয়। রায়ে বলা হয়েছে, গণপিটুনির সময় এসব পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালনে অবহেলা করেন। মঙ্গলবার দেশটির একটি আদালত এ রায় দেন। বিবিসি, আলজাজিরা
কোরআন পোড়ানোর অভিযোগে ফারখুন্দা (২৮) নামের ওই আফগান নারীকে গত মার্চে কাবুলে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। কাবুলের একটি মাজারে এক মাদুলি বিক্রেতা সন্তান প্রত্যাশী নারীদের কাছে ভুয়া তাবিজ-কবজ বিক্রি করায় তার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে ফারখুন্দা। এ সময় ওই মাদুলি বিক্রেতা ফারখুন্দার বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ তুললে সেখানে তাকে গণপিটুনি দিয়ে হত্য করা হয়। এ সময় পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার ঢেউ ওঠে।
কোরআন পোড়ানোর অভিযোগে ফারখুন্দা (২৮) নামের ওই আফগান নারীকে গত মার্চে কাবুলে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। কাবুলের একটি মাজারে এক মাদুলি বিক্রেতা সন্তান প্রত্যাশী নারীদের কাছে ভুয়া তাবিজ-কবজ বিক্রি করায় তার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে ফারখুন্দা। এ সময় ওই মাদুলি বিক্রেতা ফারখুন্দার বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ তুললে সেখানে তাকে গণপিটুনি দিয়ে হত্য করা হয়। এ সময় পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার ঢেউ ওঠে।
No comments