আশীর্বাদ না অভিশাপ?
চ্যাম্পিয়ন্স লীগের অল-মাদ্রিদ ফাইনাল স্পেনের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ হতে যাচ্ছে? প্রশ্নটা উঠেছে খোদ স্প্যানিশ মিডিয়াতেই। ২৪ মে লিসবনে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। অর্থাৎ এই দুদলের স্প্যানিশ খেলোয়াড়রা বিশ্বকাপের প্রস্তুতির জন্য মাত্র দুই সপ্তাহ সময় পাবেন। এছাড়া ক্লান্তির প্রভাব পড়তে পারে তাদের পারফরম্যান্সে। স্পেন কোচ ভিসেন্তে ডেল বস্কের মাথাব্যথার কারণ হতে পারে ডিয়েগো কস্তার ইনজুরি। শনিবার লা-লীগার মৌসুম সমাপনী ম্যাচে হ্যামস্ট্রিংয়ে মারাÍক চোট পেয়েছেন অ্যাটলেটিকোর প্রাণভোমরা।
পরশু স্প্যানিশ মিডিয়া জানিয়ে দিয়েছিল চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলীয় বংশোদ্ভূত স্প্যানিশ ফরোয়ার্ড। কিন্তু অ্যাটলেটিকো বস ডিয়েগো সিমিওনে কাল জানালেন, কস্তার আশা এখনও ছাড়েননি তিনি। চোট গুরুতর হলেও কস্তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন সিমিওনে। স্প্যানিশ মিডিয়ার ভয়, চোট নিয়ে মাঠে নেমে ফের ইনজুরিতে পড়লে বিশ্বকাপ থেকেই হয়তো ছিটকে যাবেন কস্তা। বার্সেলোনার মিডফিল্ড জেনারেল জাভিও শনিবারের ম্যাচে পিঠে চোট পেয়েছেন। তবে চোট গুরুতর না হওয়ায় বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী জাভি। এএফপি।
No comments