খালেদার কার্যালয় ঘিরে পুলিশ
বিরোধী নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে
আজ সন্ধ্যার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবসনের সামনে পুলিশ মোতায়েন
করা হলেও সন্ধ্যার পর তাদেরকে সরিয়ে নেয়া হয়। দলীয় সূত্র জানায়, টানা ৭২
ঘণ্টার হরতাল আহ্বান করায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য
চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের
পক্ষ থেকে বলা হয়েছে, বিরোধী দলীয় নেতার নিরাপত্তার স্বার্থেই তার বাসভবন ও
কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিকালে ১৮ দলীয়
জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৭২
ঘণ্টা টানা হরতালের ঘোষণা দেন। ঘোষণা শেষে জোটের নেতাকর্মী ও সংবাদ
কর্মীরা গুলশান কার্যালয় ত্যাগ করেন। সন্ধ্যা ৫টার পরপরই কার্যালয় এলাকায়
অবস্থান নেয় শতাধিক পুলিশ। সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও মোতায়েন করা হয়।
এসময় সন্দেহভাজনদের তল্লাশি চালায় তারা। চেয়ারপরসনের প্রেস উইং কর্মকর্তা
শাইরুল কবির খান মানবজমিনকে জানান, বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলন করে
কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার পরপরই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এরপর আমাদের কার্যালয় থেকে বের হতে নিষেধ করেন। চেয়ারপারসনের বিশেষ সহকারী
শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, অতিরিক্তি পুলিশ মোতায়েনের ব্যাপারে
তিনি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে জিজ্ঞেস
করেন। তিনি তখন বলেন, নিশ্চয়ই কোন কারণ আছে। এ ব্যাপারে গুলশান থানার
সেকেন্ড অফিসার এসআই সোহেল জানান, হরতাল ঘোষণা দেয়ার পর ওপরের নির্দেশে
শক্ত অবস্থান নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে। এদিকে সন্ধ্যার পর চেয়ারপারসনের কার্যালয় থেকে কর্মকর্তারা বের হয়ে
গেলেও পুলিশ কাউকে বাধা দেয়নি।
আপডেট রাত ৮টা
No comments