অর্থের উৎস অনুসন্ধানের নির্দেশ সুপ্রিম কোর্টের
ভারতের সুপ্রিম কোর্ট দেশটির পার্লামেন্টের সদস্যদের ঘুষ প্রদানের মামলায় ওই ঘুষের অর্থের উৎস অনুসন্ধানে দিল্লির পুলিশকে নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার বিচারপতি আফতাব আলম ও বিচারপতি আর এম লোধার সমন্বয়ে গড়া একটি বেঞ্চ পুলিশকে ওই নির্দেশ দেন। চার সপ্তাহের মধ্যে এ অনুসন্ধানকাজ সম্পন্ন করার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে পুলিশ।
পার্লামেন্টের আস্থা ভোটকে সামনে রেখে ২০০৮ সালে কয়েকজন সাংসদকে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে দিল্লির একটি বিচারিক আদালতে গত ২৪ আগস্ট একটি অভিযোগপত্র দাখিল করা হয়। এতে সমাজবাদী পার্টির সাবেক সাধারণ সম্পাদক অমর সিং ও বিজেপি নেতা এল কে আদভানির সাবেক সহযোগী সুধীন্দ্র কুলকার্নিসহ ছয়জন সাংসদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভোট আদায়ের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়।
পার্লামেন্টের আস্থা ভোটকে সামনে রেখে ২০০৮ সালে কয়েকজন সাংসদকে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে দিল্লির একটি বিচারিক আদালতে গত ২৪ আগস্ট একটি অভিযোগপত্র দাখিল করা হয়। এতে সমাজবাদী পার্টির সাবেক সাধারণ সম্পাদক অমর সিং ও বিজেপি নেতা এল কে আদভানির সাবেক সহযোগী সুধীন্দ্র কুলকার্নিসহ ছয়জন সাংসদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভোট আদায়ের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়।
No comments