শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করছে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া শব্দের চেয়ে দ্রুতগতির জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। গতকাল বুধবার দেশটির চোসান ইলবো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সম্প্রতি চীনের প্রথম বিমানবাহী রণতরী সাগরে ভাসানোর ঘটনা ওই অঞ্চলের নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ সৃষ্টি করেছে। এ সময় দক্ষিণ কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়ে খবর প্রকাশিত হলো।
দক্ষিণ কোরিয়ার অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ ক্ষেপণাস্ত্র তৈরি করতে তিন-চার বছর লাগবে। দেশটির এজেন্সি ফর ডিফেন্স ডেভেলপমেন্টে (এডিডি) কয়েক বছর ধরে পুরোদমে এ ক্ষেপণাস্ত্র তৈরির গবেষণা চলছে। নৌপথে উত্তর কোরিয়ার চেয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে, এমন দেশগুলোর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা জোরালো করতে দক্ষিণ কোরিয়া এ ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
এ ব্যাপারে এডিডি ও সিউলের ডিফেন্স অ্যাকুইজিশন প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার ইয়াখন্ত ক্রুজ ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা হচ্ছে। এটি পানির সামান্য উঁচু দিয়ে শব্দের চেয়ে আড়াই গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। এটি ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।
দক্ষিণ কোরিয়ার অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ ক্ষেপণাস্ত্র তৈরি করতে তিন-চার বছর লাগবে। দেশটির এজেন্সি ফর ডিফেন্স ডেভেলপমেন্টে (এডিডি) কয়েক বছর ধরে পুরোদমে এ ক্ষেপণাস্ত্র তৈরির গবেষণা চলছে। নৌপথে উত্তর কোরিয়ার চেয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে, এমন দেশগুলোর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা জোরালো করতে দক্ষিণ কোরিয়া এ ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
এ ব্যাপারে এডিডি ও সিউলের ডিফেন্স অ্যাকুইজিশন প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার ইয়াখন্ত ক্রুজ ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা হচ্ছে। এটি পানির সামান্য উঁচু দিয়ে শব্দের চেয়ে আড়াই গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। এটি ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।
No comments