ইরাকে আল-কায়েদা প্রধানের স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
আল-কায়েদার ইরাক শাখার প্রধানের বিধবা স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাগদাদের একটি আদালত। দেশটির বিচার বিভাগের একজন কর্মকর্তা গতকাল বুধবার এই তথ্য জানিয়েছেন।
গত বছর যুক্তরাষ্ট্র ও ইরাকের যৌথ অভিযানে আল-কায়েদার নেতা আবু ওমর আল-বাগদাদি নিহত হন। ইরাকের আল-কায়েদা-নিয়ন্ত্রিত সংগঠন ইসলামিক স্টেট অব ইরাকের (আইএসআই) প্রধান ছিলেন তিনি।
বিচার বিভাগের সর্বোচ্চ কাউন্সিলের মুখপাত্র আবদেল সাত্তার আল-বারিকদার জানান, সাজা পাওয়া ওই নারী একজন ইরাকি।
বারিকদারের ভাষ্যমতে, ওই নারী আদালতের কাছে স্বীকার করেছেন যে তিনি স্বামীর সঙ্গে অনেক সশস্ত্র অভিযানে অংশ নিয়েছেন। সংগঠনের অর্থ ও আত্মঘাতী হামলার সরঞ্জাম ছিল তাঁর নিয়ন্ত্রণে। তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করবেন বলে জানান।
২০১০ সালের ১৮ এপ্রিল বাগদাদে এক যৌথ অভিযানে নিহত হন বাগদাদি।
এ ঘটনার পর ইরাকে নিযুক্ত মার্কিন শীর্ষ কমান্ডার জেনারেল রেই ওডিয়ারনো বলেন, বাগদাদির হত্যাকাণ্ড ইরাকে আল-কায়েদার জন্য বড় ধরনের একটা ধাক্কা।
গত বছর যুক্তরাষ্ট্র ও ইরাকের যৌথ অভিযানে আল-কায়েদার নেতা আবু ওমর আল-বাগদাদি নিহত হন। ইরাকের আল-কায়েদা-নিয়ন্ত্রিত সংগঠন ইসলামিক স্টেট অব ইরাকের (আইএসআই) প্রধান ছিলেন তিনি।
বিচার বিভাগের সর্বোচ্চ কাউন্সিলের মুখপাত্র আবদেল সাত্তার আল-বারিকদার জানান, সাজা পাওয়া ওই নারী একজন ইরাকি।
বারিকদারের ভাষ্যমতে, ওই নারী আদালতের কাছে স্বীকার করেছেন যে তিনি স্বামীর সঙ্গে অনেক সশস্ত্র অভিযানে অংশ নিয়েছেন। সংগঠনের অর্থ ও আত্মঘাতী হামলার সরঞ্জাম ছিল তাঁর নিয়ন্ত্রণে। তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করবেন বলে জানান।
২০১০ সালের ১৮ এপ্রিল বাগদাদে এক যৌথ অভিযানে নিহত হন বাগদাদি।
এ ঘটনার পর ইরাকে নিযুক্ত মার্কিন শীর্ষ কমান্ডার জেনারেল রেই ওডিয়ারনো বলেন, বাগদাদির হত্যাকাণ্ড ইরাকে আল-কায়েদার জন্য বড় ধরনের একটা ধাক্কা।
No comments