কন্ডিশনিং ক্যাম্প শেষ আজ প্রাথমিক দল
ক্রিকেটারদের এক মাসের কন্ডিশনিং ক্যাম্প শেষ হচ্ছে আজই। কক্সবাজার থেকে ক্যাম্প শেষ করে আজ দুপুরে ঢাকায় আসার কথা ক্রিকেটারদের।
ক্যাম্পের বেশির ভাগ সময় ভালোয় ভালোয় কাটলেও শেষ দিকে এসে লেগেছে ইনজুরির ধাক্কা। আগের দিন বিচ ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন পেসার শাহাদাত হোসেন। আর কাল শেষ দিনে সার্ফিং করতে গিয়ে বোটের আঘাতে ঠোঁটের নিচে কেটে গেছে শামসুর রহমানের। সপ্তাহের জন্য বিশ্রামে চলে যাওয়া শাহাদাতের ইনজুরির তুলনায় অবশ্য এটা কিছুই না। দিন তিনেক বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে।
কাল সকালে সার্ফার জাফর আলম ও তাঁর দলের কাছ থেকে সার্ফিংয়ের তালিম নিয়ে মিনিট পনেরোর মতো নিজেরাই সার্ফার হয়ে গিয়েছিলেন ক্রিকেটাররা। বিকেলে হয়েছে হিল রানিং। আজ ঢাকায় ফিরে দুই দিন বিশ্রাম। ৩ জুলাই থেকে শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলের স্কিল ট্রেনিং। ২২ সদস্যের দল ঘোষণা হবে আজ।
ক্যাম্পের বেশির ভাগ সময় ভালোয় ভালোয় কাটলেও শেষ দিকে এসে লেগেছে ইনজুরির ধাক্কা। আগের দিন বিচ ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন পেসার শাহাদাত হোসেন। আর কাল শেষ দিনে সার্ফিং করতে গিয়ে বোটের আঘাতে ঠোঁটের নিচে কেটে গেছে শামসুর রহমানের। সপ্তাহের জন্য বিশ্রামে চলে যাওয়া শাহাদাতের ইনজুরির তুলনায় অবশ্য এটা কিছুই না। দিন তিনেক বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে।
কাল সকালে সার্ফার জাফর আলম ও তাঁর দলের কাছ থেকে সার্ফিংয়ের তালিম নিয়ে মিনিট পনেরোর মতো নিজেরাই সার্ফার হয়ে গিয়েছিলেন ক্রিকেটাররা। বিকেলে হয়েছে হিল রানিং। আজ ঢাকায় ফিরে দুই দিন বিশ্রাম। ৩ জুলাই থেকে শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলের স্কিল ট্রেনিং। ২২ সদস্যের দল ঘোষণা হবে আজ।
No comments