থাইল্যান্ডে বন্যায় ১১ জনের মৃত্যু
থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানের একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় দুটি অবকাশযাপন দ্বীপে পর্যটকসহ হাজার হাজার মানুষ আটকা পড়েছে।
গতকাল বুধবার কর্মকর্তারা জানান, কোহ সামুই ও কোহ তাও দ্বীপে পর্যটকসহ কয়েক হাজার মানুষ আটকা পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই দুটি দ্বীপে ফেরি চলাচল বাতিল করা হয়েছে।
ব্যাংকক এয়ারওয়েজ জানায়, গত দুই দিন ফ্লাইট বন্ধ থাকায় সামুই দ্বীপের বিমানবন্দর এবং বিভিন্ন হোটেলে প্রায় দুই হাজার লোক আটকা পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকায় সামুই বিমানবন্দরে ৫০টি ফ্লাইট বাতিল করা হয়।
গতকাল বুধবার কর্মকর্তারা জানান, কোহ সামুই ও কোহ তাও দ্বীপে পর্যটকসহ কয়েক হাজার মানুষ আটকা পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই দুটি দ্বীপে ফেরি চলাচল বাতিল করা হয়েছে।
ব্যাংকক এয়ারওয়েজ জানায়, গত দুই দিন ফ্লাইট বন্ধ থাকায় সামুই দ্বীপের বিমানবন্দর এবং বিভিন্ন হোটেলে প্রায় দুই হাজার লোক আটকা পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকায় সামুই বিমানবন্দরে ৫০টি ফ্লাইট বাতিল করা হয়।
No comments