জার্মানিতে আঙ্গেলা মেরকেলের জনপ্রিয়তায় ভাটা
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল তাঁর দীর্ঘদিনের পরমাণুনীতি বাদ দিয়ে উল্টো নীতি অবলম্বন করায় নিজ দেশে জনপ্রিয়তা হারিয়েছেন। জাপানে ফুকুশিমার পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় দেখা দেওয়ার পর তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েছে। ৫৯ শতাংশ থেকে ৫৫ শতাংশে নেমে এসেছে জনপ্রিয়তা।
জার্মানির স্টার্ন সাময়িকীর পক্ষে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ফোরসা এক জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে।
ফোরসা বলেছে, মেরকেলের জনপ্রিয়তা চার শতাংশ কমে গিয়ে ৫৫ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে ২০০৯ সালের নির্বাচনে মেরকেলের কাছে পরাজিত সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার জনপ্রিয়তা এখন ৫৬ শতাংশ। অর্থাৎ ১ শতাংশ পিছিয়ে পড়েছেন মেরকেল।
জাপানে পরমাণু চুল্লিতে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে গত মাসে মেরকেল বিদ্যুৎ উৎপাদন-সহায়ক সাতটি পুরোনো পরমাণু চুল্লি সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেন। বিকল্পব্যবস্থা হিসেবে তিনি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎস আরও উন্নত করার নির্দেশ দেন। এর ফলে বিরোধী দলের পাশাপাশি মেরকেলের নিজের দলের নেতারাও ক্ষুব্ধ হন।
জার্মানির স্টার্ন সাময়িকীর পক্ষে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ফোরসা এক জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে।
ফোরসা বলেছে, মেরকেলের জনপ্রিয়তা চার শতাংশ কমে গিয়ে ৫৫ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে ২০০৯ সালের নির্বাচনে মেরকেলের কাছে পরাজিত সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার জনপ্রিয়তা এখন ৫৬ শতাংশ। অর্থাৎ ১ শতাংশ পিছিয়ে পড়েছেন মেরকেল।
জাপানে পরমাণু চুল্লিতে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে গত মাসে মেরকেল বিদ্যুৎ উৎপাদন-সহায়ক সাতটি পুরোনো পরমাণু চুল্লি সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেন। বিকল্পব্যবস্থা হিসেবে তিনি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎস আরও উন্নত করার নির্দেশ দেন। এর ফলে বিরোধী দলের পাশাপাশি মেরকেলের নিজের দলের নেতারাও ক্ষুব্ধ হন।
No comments