দুর্নীতিই পাকিস্তানের গণতন্ত্রের বড় শত্রু
জঙ্গিবাদ নয়, বরং দুর্নীতির কারণেই পাকিস্তানের গণতন্ত্র হুমকিতে আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রভাবশালী সাংবাদিক হামিদ মীর। গত শুক্রবার লন্ডন স্কুল অব ইকোনমিকসে ছাত্রদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ-এর অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়, পাকিস্তান সপ্তাহের অংশ হিসেবে লন্ডন স্কুল অব ইকোনমিকসে ওই বক্তৃতার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পাকিস্তান সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে। বিষয় ছিল ‘পাকিস্তান কি জঙ্গিবাদকে হারাতে পারবে?’
হামিদ মীর বলেন, পাকিস্তান এখন আর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ নেই। কারণ পাকিস্তানে সন্ত্রাসী ঘটনা ও আত্মঘাতী বোমা হামলা হ্রাস পাচ্ছে। তবে সন্ত্রাসের চেয়ে দুর্নীতি ও অপশাসন দেশটির সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠছে।
২০০২ সালের ৩০ মে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে অভিহিত করা হয়েছিল।
হামিদ মীর বলেন, রাজনৈতিক সরকার সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নে অনিচ্ছুক। তাদের এই দায়িত্বহীন আচরণ গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠছে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ-এর অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়, পাকিস্তান সপ্তাহের অংশ হিসেবে লন্ডন স্কুল অব ইকোনমিকসে ওই বক্তৃতার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পাকিস্তান সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে। বিষয় ছিল ‘পাকিস্তান কি জঙ্গিবাদকে হারাতে পারবে?’
হামিদ মীর বলেন, পাকিস্তান এখন আর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ নেই। কারণ পাকিস্তানে সন্ত্রাসী ঘটনা ও আত্মঘাতী বোমা হামলা হ্রাস পাচ্ছে। তবে সন্ত্রাসের চেয়ে দুর্নীতি ও অপশাসন দেশটির সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠছে।
২০০২ সালের ৩০ মে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে অভিহিত করা হয়েছিল।
হামিদ মীর বলেন, রাজনৈতিক সরকার সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নে অনিচ্ছুক। তাদের এই দায়িত্বহীন আচরণ গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠছে।
No comments