বিবিসির স্প্যানিশ ভাষার কার্যক্রমের সম্প্রচার বন্ধ
ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) তার রেডিওর স্প্যানিশ ভাষার কার্যক্রমের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। ৭৩ বছর আগে লাতিন আমেরিকার দেশগুলোর শ্রোতাদের জন্য প্রথম স্প্যানিশ ভাষার কার্যক্রম সম্প্রচার করে বিবিসি। বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসের জন্য বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেডিওতে স্প্যানিশ ভাষার কার্যক্রমের সম্প্রচার বন্ধ করে দেওয়া হলেও বিবিসির স্প্যানিশ ভাষার ওয়েবসাইট বিবিসি মুনদোর কার্যক্রম চলবে।
সংবাদ মাধ্যমটির ব্যবস্থাপকেরা জানান, বিভিন্ন ভাষার অনুষ্ঠানের সম্প্রচার বন্ধের মতো কঠোর কিছু সিদ্ধান্ত তাঁদের নিতে হচ্ছে। ব্রিটিশ সরকার বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসের জন্য মোট বরাদ্দের ১৬ শতাংশ কমিয়ে দেওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে তাঁদের।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ১৯৩৮ সালের ১৪ মার্চ বিবিসি স্প্যানিশ ভাষার কার্যক্রমের সম্প্রচার শুরু করে। সে সময় নাৎসি জার্মানি ও ফ্যাসিবাদি ইতালির অপপ্রচারের জবাব দেওয়ার উদ্দেশ্যে স্প্যানিশ ভাষার কার্যক্রম চালু করা হয়।
রেডিওতে স্প্যানিশ ভাষার কার্যক্রমের সম্প্রচার বন্ধ করে দেওয়া হলেও বিবিসির স্প্যানিশ ভাষার ওয়েবসাইট বিবিসি মুনদোর কার্যক্রম চলবে।
সংবাদ মাধ্যমটির ব্যবস্থাপকেরা জানান, বিভিন্ন ভাষার অনুষ্ঠানের সম্প্রচার বন্ধের মতো কঠোর কিছু সিদ্ধান্ত তাঁদের নিতে হচ্ছে। ব্রিটিশ সরকার বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসের জন্য মোট বরাদ্দের ১৬ শতাংশ কমিয়ে দেওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে তাঁদের।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ১৯৩৮ সালের ১৪ মার্চ বিবিসি স্প্যানিশ ভাষার কার্যক্রমের সম্প্রচার শুরু করে। সে সময় নাৎসি জার্মানি ও ফ্যাসিবাদি ইতালির অপপ্রচারের জবাব দেওয়ার উদ্দেশ্যে স্প্যানিশ ভাষার কার্যক্রম চালু করা হয়।
No comments