ফেসবুকে জর্জ বুশ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে যোগ দিয়েছেন। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর দুই হাজারের মতো ভক্ত জুটে যায়।
বুশ ২০০৯ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড ফেসবুকে তুলে ধরেছেন। এতে বলা হয়, এ সময় তিনি ২০টি অঙ্গরাজ্য, আটটি দেশ সফর ও ৬৫টির বেশি বক্তৃতা করেছেন। জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল সেন্টার চালু এবং বুশ ইনস্টিটিউটের মাধ্যমে চারটি নীতিনির্ধারণবিষয়ক সম্মেলনে অংশ নিয়েছেন। এ ছাড়া তিনি তাঁর স্মৃতিকথা ডিসিশন পয়েন্ট-এর প্রথম খসড়া চূড়ান্ত এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে ভূমিকম্প-বিধ্বস্ত হাইতির সহায়তার জন্য তহবিল সংগ্রহ করেন।
ফেসবুকে সাবেক ফার্স্ট লেডি লরা বুশের স্মৃতিকথামূলক গ্রন্থ স্পোকেন ফ্রম দ্য হার্ট-এর প্রশংসা করা হয়। ফেসবুকে লরা বুশেরও অ্যাকাউন্ট রয়েছে। তাঁর সাড়ে ১৬ হাজারেরও বেশি ভক্ত রয়েছে।
বুশ ২০০৯ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড ফেসবুকে তুলে ধরেছেন। এতে বলা হয়, এ সময় তিনি ২০টি অঙ্গরাজ্য, আটটি দেশ সফর ও ৬৫টির বেশি বক্তৃতা করেছেন। জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল সেন্টার চালু এবং বুশ ইনস্টিটিউটের মাধ্যমে চারটি নীতিনির্ধারণবিষয়ক সম্মেলনে অংশ নিয়েছেন। এ ছাড়া তিনি তাঁর স্মৃতিকথা ডিসিশন পয়েন্ট-এর প্রথম খসড়া চূড়ান্ত এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে ভূমিকম্প-বিধ্বস্ত হাইতির সহায়তার জন্য তহবিল সংগ্রহ করেন।
ফেসবুকে সাবেক ফার্স্ট লেডি লরা বুশের স্মৃতিকথামূলক গ্রন্থ স্পোকেন ফ্রম দ্য হার্ট-এর প্রশংসা করা হয়। ফেসবুকে লরা বুশেরও অ্যাকাউন্ট রয়েছে। তাঁর সাড়ে ১৬ হাজারেরও বেশি ভক্ত রয়েছে।
No comments