সেই একই রোগে ভুগছেন আসিফ
ত দক্ষিণ এশীয় গেমসে দুই পয়েন্টে এগিয়ে থেকেও সোনা জিততে পারেননি শ্যুটার আসিফ হোসেন খান। কাল শুরু হওয়া ২৪তম জাতীয় শ্যুটিংয়েও একই ঘটনা। ১০ মিটার এয়ার রাইফেলে গতবারের সোনা হারিয়ে দ্বিতীয় হয়েছেন তিনি। বিকেএসপির আবদুল্লাহ হেল বাকী হয়েছেন প্রথম।
বাছাইপর্বে ৬০০-তে আসিফের স্কোর ৫৯২ (গত বছর ৫৯৫ করে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন)। আবদুল্লাহর ৫৯০। শ্যুট-অফের (১০ শটে ১০৯ পয়েন্ট) আসিফ করলেন মাত্র ৭.৮। ওই শটে আবদুল্লাহর স্কোর ১০.৬।
নিজের ক্যারিয়ারের শুরু থেকে শ্যুট-অফে ভালো করে আসছিলেন আসিফ। কিন্তু এখন তাঁর ভাষায় ‘স্নায়ুচাপের’ কারণে আর পারছেন না। এই বিভাগে তাঁর সর্বোচ্চ স্কোর যেখানে ১০৫.২ অথচ কাল করলেন মাত্র ৯৭.৪। সব মিলিয়ে এদিন তাঁর স্কোর ৬৮৯.৪ (আবদুল্লাহর ৬৯৩.২)। হতাশ আসিফ বললেন, ‘সাফে যেমন নার্ভাস হয়ে সোনা হারিয়েছি, আজও তাই হলো!’
জাতীয় শ্যুটিং রেঞ্জে কাল মহিলাদের ৫০ মিটার প্রোনে নিজের সেরা স্কোরের চেয়ে ৯ কম করেও সোনা জিতেছেন ঢাকা রাইফেলস ক্লাবের সাবরিনা সুলতানা। পুরুষ ৫০ মিটার পিস্তলে প্রথম হন সাভার সেনা শ্যুটিং ক্লাবের নাদিমুল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে সেরা বিকেএসপির শোভন চৌধুরী।
বাছাইপর্বে ৬০০-তে আসিফের স্কোর ৫৯২ (গত বছর ৫৯৫ করে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন)। আবদুল্লাহর ৫৯০। শ্যুট-অফের (১০ শটে ১০৯ পয়েন্ট) আসিফ করলেন মাত্র ৭.৮। ওই শটে আবদুল্লাহর স্কোর ১০.৬।
নিজের ক্যারিয়ারের শুরু থেকে শ্যুট-অফে ভালো করে আসছিলেন আসিফ। কিন্তু এখন তাঁর ভাষায় ‘স্নায়ুচাপের’ কারণে আর পারছেন না। এই বিভাগে তাঁর সর্বোচ্চ স্কোর যেখানে ১০৫.২ অথচ কাল করলেন মাত্র ৯৭.৪। সব মিলিয়ে এদিন তাঁর স্কোর ৬৮৯.৪ (আবদুল্লাহর ৬৯৩.২)। হতাশ আসিফ বললেন, ‘সাফে যেমন নার্ভাস হয়ে সোনা হারিয়েছি, আজও তাই হলো!’
জাতীয় শ্যুটিং রেঞ্জে কাল মহিলাদের ৫০ মিটার প্রোনে নিজের সেরা স্কোরের চেয়ে ৯ কম করেও সোনা জিতেছেন ঢাকা রাইফেলস ক্লাবের সাবরিনা সুলতানা। পুরুষ ৫০ মিটার পিস্তলে প্রথম হন সাভার সেনা শ্যুটিং ক্লাবের নাদিমুল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে সেরা বিকেএসপির শোভন চৌধুরী।
No comments