দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই
মিয়ানমার সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও গতকাল বৃহস্পতিবার রাজধানী নেপিডোতে সামরিক জান্তাপ্রধান জেনারেল থান শোয়ের সঙ্গে বৈঠক করেন। এ সময়তাঁরা সীমান্তে স্থিতিশীলতাসহ পারস্পরিকস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েআলোচনা করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুই নেতার আলোচনায় দুই দেশের সীমান্ত সমস্যাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় মিয়ানমারের প্রধানমন্ত্রী থেন সেইন উপস্থিত ছিলেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ জানান, দুই দেশ নানা বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে এবং বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
তিন দিনের এক সরকারি সফরে গত বুধবার জিয়াবাও মিয়ানমার পৌঁছান। গত ১৬ বছরের চীনের কোনো সরকার-প্রধানের এটিই প্রথম মিয়ানমার সফর।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুই নেতার আলোচনায় দুই দেশের সীমান্ত সমস্যাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় মিয়ানমারের প্রধানমন্ত্রী থেন সেইন উপস্থিত ছিলেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ জানান, দুই দেশ নানা বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে এবং বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
তিন দিনের এক সরকারি সফরে গত বুধবার জিয়াবাও মিয়ানমার পৌঁছান। গত ১৬ বছরের চীনের কোনো সরকার-প্রধানের এটিই প্রথম মিয়ানমার সফর।
No comments