জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রস্তাব
আফগানিস্তানের রাজধানী কাবুলে তিন দিনব্যাপী পিস জিরগা বা শান্তি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবারও আলোচনা করেছেন প্রতিনিধিরা। এতে দেশের স্থিতিশীলতার জন্য তালেবান জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেন কেউ কেউ। প্রায় নয় বছর ধরে চলা সহিংসতা থেকে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপায় খুঁজে বের করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনের প্রথম দিনে গতকাল দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই বক্তব্য দিতে শুরু করলে সম্মেলনস্থলের বাইরে গোলাগুলি ও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী তালেবান দুই জঙ্গিকে গুলি করে হত্যা করে। গ্রেপ্তার করে অপর এক জঙ্গিকে।
দেশটির সাবেক প্রেসিডেন্ট বোরহানউদ্দিন রাব্বানিকে শান্তি সম্মেলনের সভাপতি নির্বাচিত করা হয়। আলোচনার বিষয়ে প্রতিনিধিরা সম্মেলনের সভাপতির কাছে প্রতিবেদন জমা দেবেন। সম্মেলনে দেশটির আদিবাসী নেতাসহ এক হাজার ৬০০ প্রতিনিধি ও পশ্চিমা কূটনীতিক অংশ নিচ্ছেন। সম্মেলনের একটি উল্লেখযোগ্য দিক হলো, এতে অন্তত ৩০০ নারী অংশ নিচ্ছেন। তাঁরা আলাদাভাবে বসলেও সবার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন।
গতকালের আলোচনায় অনেকেই তালেবান জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করেন।
সম্মেলনের প্রথম দিনে গতকাল দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই বক্তব্য দিতে শুরু করলে সম্মেলনস্থলের বাইরে গোলাগুলি ও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী তালেবান দুই জঙ্গিকে গুলি করে হত্যা করে। গ্রেপ্তার করে অপর এক জঙ্গিকে।
দেশটির সাবেক প্রেসিডেন্ট বোরহানউদ্দিন রাব্বানিকে শান্তি সম্মেলনের সভাপতি নির্বাচিত করা হয়। আলোচনার বিষয়ে প্রতিনিধিরা সম্মেলনের সভাপতির কাছে প্রতিবেদন জমা দেবেন। সম্মেলনে দেশটির আদিবাসী নেতাসহ এক হাজার ৬০০ প্রতিনিধি ও পশ্চিমা কূটনীতিক অংশ নিচ্ছেন। সম্মেলনের একটি উল্লেখযোগ্য দিক হলো, এতে অন্তত ৩০০ নারী অংশ নিচ্ছেন। তাঁরা আলাদাভাবে বসলেও সবার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন।
গতকালের আলোচনায় অনেকেই তালেবান জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করেন।
No comments