আবার জিম্বাবুয়ের শিকার ভারত
প্রথম ম্যাচে জয়ের পর মাঠে দৌড়ে এসেছিলেন দলের সবাই, দুই অপরাজিত ব্যাটসম্যানও উল্লাসে ছুটে গিয়েছিলেন ড্রেসিংরুমের দিকে। সেটা ছিল অঘটন ঘটানোর আনন্দ। কিন্তু টানা দুই ম্যাচ জিতলে তো আর সেটি অঘটন থাকে না। ভারতকে আগের ম্যাচের চেয়ে বড় ব্যবধানে হারিয়েও তাই কাল জিম্বাবুইয়ানদের দেখাল অনেক বেশি স্বাভাবিক। যেন এমনটাই হওয়ার কথা ছিল! ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারানো জিম্বাবুয়ে কাল বোনাস পয়েন্টসহ জিতেছে ৭ উইকেটে।
ভারতের দুই ওপেনার ৫৮ রানের জুটি গড়তে লাগিয়ে ফেলেছেন ১৬ ওভার। ধীরগতির সূচনার পর বিপদ আরও বেড়েছে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে। ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ভারত দু শর কাছাকাছি যেতে পেরেছে রবীন্দ্র জাদেজার ৫১ রানের ইনিংসে। জবাবে মাসাকাদজা-টেলরের ১২৮ রানের উদ্বোধনী জুটিই নিশ্চিত করে দেয় ভারতের পরাজয়। ৭৪ রান করে প্রথম ম্যাচের মতো কালও ম্যাচ-সেরা ব্রেন্ডন টেলর। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ১৯৪/৯ (কার্তিক ৩৩, বিজয় ২১, কোহলি ১৮, রোহিত ১৩, রায়না ৩, জাদেজা ৫১, পাঠান ১৫, মিশ্র ০, দিন্দা ১৬, ওঝা ৭, যাদব ৩; ল্যাম্ব ৩/৪৫, ব্লিগনট ১/২২, প্রাইস ১/৩৭, উতসেয়া ১/৪১, ক্রেমার ১/৪২)।
জিম্বাবুয়ে: ৩৮.২ ওভারে ১৯৭/৩ (মাসাকাদজা ৬৬, টেলর ৭৪, কভেন্ট্রি ২০, চিগুম্বুরা ১৬*, টাইবু ১৩*; জাদেজা ২/২৭, ওঝা ১/৩৫)।
ভারতের দুই ওপেনার ৫৮ রানের জুটি গড়তে লাগিয়ে ফেলেছেন ১৬ ওভার। ধীরগতির সূচনার পর বিপদ আরও বেড়েছে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে। ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ভারত দু শর কাছাকাছি যেতে পেরেছে রবীন্দ্র জাদেজার ৫১ রানের ইনিংসে। জবাবে মাসাকাদজা-টেলরের ১২৮ রানের উদ্বোধনী জুটিই নিশ্চিত করে দেয় ভারতের পরাজয়। ৭৪ রান করে প্রথম ম্যাচের মতো কালও ম্যাচ-সেরা ব্রেন্ডন টেলর। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ১৯৪/৯ (কার্তিক ৩৩, বিজয় ২১, কোহলি ১৮, রোহিত ১৩, রায়না ৩, জাদেজা ৫১, পাঠান ১৫, মিশ্র ০, দিন্দা ১৬, ওঝা ৭, যাদব ৩; ল্যাম্ব ৩/৪৫, ব্লিগনট ১/২২, প্রাইস ১/৩৭, উতসেয়া ১/৪১, ক্রেমার ১/৪২)।
জিম্বাবুয়ে: ৩৮.২ ওভারে ১৯৭/৩ (মাসাকাদজা ৬৬, টেলর ৭৪, কভেন্ট্রি ২০, চিগুম্বুরা ১৬*, টাইবু ১৩*; জাদেজা ২/২৭, ওঝা ১/৩৫)।
No comments