শুকতারার বিদায়
পেশাদার ফুটবল লিগ থেকে বিদায় নিয়েছে দুই নবাগত সিলেট বিয়ানীবাজার ও নারায়ণগঞ্জ শুকতারা। বিয়ানীবাজারের অবনমন নিশ্চিত হয়েছিল আগেই। কাল নির্ধারিত হলো শুকতারার ভাগ্য।
আরামবাগের কাছে এদিন ফরাশগঞ্জ হারলে এবং শুকতারা নিজেদের মাঠে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে জিতলে ফরাশগঞ্জের সঙ্গে প্লে-অফ খেলার সুযোগ পেত শুকতারা। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগ-ফরাশগঞ্জ ম্যাচ ০-০। শুকতারা-চট্টগ্রাম মোহামেডান ম্যাচ ১-১।
৭৪ মিনিটে শুকতারাকে এগিয়ে নেন আমাদি মোসেস। ৮৯ মিনিটে লামিন সুমার গোলে ১-১। ২৪ ম্যাচে শুকতারার পয়েন্ট ২০। ১৯ ম্যাচে বিয়ানীবাজারের ১৭।
আরামবাগের কাছে এদিন ফরাশগঞ্জ হারলে এবং শুকতারা নিজেদের মাঠে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে জিতলে ফরাশগঞ্জের সঙ্গে প্লে-অফ খেলার সুযোগ পেত শুকতারা। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগ-ফরাশগঞ্জ ম্যাচ ০-০। শুকতারা-চট্টগ্রাম মোহামেডান ম্যাচ ১-১।
৭৪ মিনিটে শুকতারাকে এগিয়ে নেন আমাদি মোসেস। ৮৯ মিনিটে লামিন সুমার গোলে ১-১। ২৪ ম্যাচে শুকতারার পয়েন্ট ২০। ১৯ ম্যাচে বিয়ানীবাজারের ১৭।
No comments