জোকোভিচের বিদায়
এবারের ফ্রেঞ্চ ওপেন যেন নক্ষত্র পতনের মিছিল। ছেলেদের বিভাগের সেমিফাইনাল লাইনআপটাই দেখুন না—সেরা দশের মধ্যে টিকে আছেন শুধুই রাফায়েল নাদাল ও রবিন সোদারলিং। সর্বশেষ অঘটনের শিকার নোভাক জোকোভিচ। পরশু ২২তম বাছাই অস্ট্রিয়ান ইয়ুর্গেন মেলজারের কাছে হেরে রোলাঁ গাঁরোকে বিদায় জানালেন তৃতীয় বাছাই সার্বিয়ান।
দুই সেট পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জিতেছেন মেলজার। জোকোভিচকে ৩-৬, ২-৬, ৬-২, ৭-৬ (৭/৩) গেমে হারাতে সময় লেগেছে ৪ ঘণ্টা ১৭ মিনিট। এই জয়ে একটা ইতিহাসও গড়ে ফেলেছেন ২৯ বছর বয়সী অস্ট্রিয়ান। ১৯৯৫ সালে টমাস মুস্টারের পর গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠা প্রথম অস্ট্রিয়ান তিনিই।
এদিকে মেয়েদের বিভাগে ফাইনালে উঠে ইতিহাস গড়লেন ফ্রান্সেসকা শিয়াভোনে। গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠা প্রথম ইতালিয়ান নারী তিনিই।
দুই সেট পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জিতেছেন মেলজার। জোকোভিচকে ৩-৬, ২-৬, ৬-২, ৭-৬ (৭/৩) গেমে হারাতে সময় লেগেছে ৪ ঘণ্টা ১৭ মিনিট। এই জয়ে একটা ইতিহাসও গড়ে ফেলেছেন ২৯ বছর বয়সী অস্ট্রিয়ান। ১৯৯৫ সালে টমাস মুস্টারের পর গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠা প্রথম অস্ট্রিয়ান তিনিই।
এদিকে মেয়েদের বিভাগে ফাইনালে উঠে ইতিহাস গড়লেন ফ্রান্সেসকা শিয়াভোনে। গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠা প্রথম ইতালিয়ান নারী তিনিই।
No comments