জ্যাকসনের চিকিৎসক কনরাড আত্মসমর্পণকরেননি
প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের চিকিৎসক কনরাড মারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বিলম্ব করছেন সরকারি কৌঁসুলিরা। এদিকে গতকাল শুক্রবার কনরাড মারের আদালতে আত্মসমর্পণ করার গুঞ্জন ছিল। তবে কনরাড শেষ পর্যন্ত গতকাল আত্মসমর্পণ করেননি। আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র গতকাল এ কথা জানায়।
এর আগে বৃহস্পতিবার কনরাড মারের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেল আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত রয়েছেন।
কনরাডের গ্রেপ্তারের বিষয়টি কীভাবে সুরাহা করা হবে, এ নিয়ে সরকারি কৌঁসুলি এবং আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে আলোচনার এক দিন পর তাঁর আইনজীবীদের পক্ষ থেকে ওই বক্তব্য দেওয়া হলো।
মাইকেলের চিকিত্সায় অবহেলা ও অপরিণামদর্শিতার জন্য তাঁর বিরুদ্ধে ‘অনিচ্ছুকভাবে মানব হত্যাকাণ্ড’ ঘটানোর অভিযোগ আনা হতে পারে।
আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র জানায়, গতকাল কনরাড মারের আত্মসমর্পণ ও আদালতে হাজির হওয়ার পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার কনরাড মারের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেল আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত রয়েছেন।
কনরাডের গ্রেপ্তারের বিষয়টি কীভাবে সুরাহা করা হবে, এ নিয়ে সরকারি কৌঁসুলি এবং আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে আলোচনার এক দিন পর তাঁর আইনজীবীদের পক্ষ থেকে ওই বক্তব্য দেওয়া হলো।
মাইকেলের চিকিত্সায় অবহেলা ও অপরিণামদর্শিতার জন্য তাঁর বিরুদ্ধে ‘অনিচ্ছুকভাবে মানব হত্যাকাণ্ড’ ঘটানোর অভিযোগ আনা হতে পারে।
আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র জানায়, গতকাল কনরাড মারের আত্মসমর্পণ ও আদালতে হাজির হওয়ার পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।
No comments