দ্বিতীয় ধাপে ইসরাইলের সকল জিম্মিকে একসঙ্গে মুক্তি দেয়ার প্রস্তাব হামাসের
এতে বলা হয়, হামাস নতুন করে যে প্রস্তাব দিয়েছে তাতে এখনও কোনো কোনো মন্তব্য করেনি ইসরাইল। বিবৃতিতে কাসেম বলেন, ইসরাইল যদি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং গাজা উপত্যকা থেকে তাদের সৈন্যদের সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেয় তাহলে সকল জিম্মিকে একসঙ্গে মুক্তি দেয়া হবে। তিনি যোগ করেছেন, মধ্যস্থতাকীরেদের অনুরোধে মুক্তিপ্রাপ্ত বন্দীদের সংখ্যা দ্বিগুণ করেছে তারা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী কার্যক্রম পরিচালনারও দাবি করেছে সংগঠনটি।
এই প্রস্তাবের পাশাপাশি গাজা থেকে হামাসকে নির্মুলে ইসরাইলের যে পরিকল্পনা রয়েছে তার প্রবল বিরোধীতা করেছে হামাসের ওই নেতা। বিষয়টিকে হাস্যকর বলে উল্লেখ করেছেন তিনি। কাসেম বলেন, এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল। হামাসকে নিরস্ত্রীকরণ তো দূরের কথা প্রতিরোধ সংগ্রামও জারি থাকবে। এক্ষেত্রে গাজার ভবিষ্যত সম্পর্কে যেকোনো সিদ্ধান্ত ঐক্যমত্যের ভিত্তিতে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
তবে এখন পর্যন্ত হামাসের নতুন এই প্রস্তাবে সায় দেয়নি ইসরাইল। সোমবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে তা যুদ্ধবিরতির চুক্তিতে দ্বিতীয় ধাপের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ফলত কায়রোতে ইসরাইলি প্রতিনিধিদল এ বিষয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার রাখে না।
No comments