এবার বাংলা গানে বৃটেনের প্রয়াত রানী এলিজাবেথ by আরিফ মাহফুজ

‘সবার প্রিয় রানী যে তুমি বিশাল তুমার মন’  শিরোনামের বাংলা গানে স্থান পেয়েছেন বৃটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। বিলেতে বাংলা সংস্কৃতির অঙ্গনের পরিচিত মুখ ড. আনোয়ারুল হক গানটির কথা লিখেছেন। সুর করেছেন কলকাতার বিশিষ্ট সুরকার ও সংগীত শিল্পী সৌমেন অধিকারী। গানের কথা ইংরেজিতে সাবলীলভাবে অনুবাদ করেছেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড. নাজিয়া খানম ওবিই ডিএল। ইতিমধ্যে কলকাতার ঐতিহ্যবাহী কোম্পানি বিঠোফেন রেকর্ডস গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছে।

বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ড. আনোয়ারুল হক রানির দীর্ঘ এই কীর্তিময় জীবনের সাফল্যগাঁথা বর্ণনা করেছেন তাঁকে নিয়ে লেখা একটি বাংলা গানের মাধ্যমে। রানীকে নিয়ে লেখা বাংলা গান সম্ভবত এটিই প্রথম। এ গানটি বাংলা গানের জগতে একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা যায়। গানের কথায় রানির বর্ণময় জীবনের স্মৃতিচারণ করা হয়েছে।  

ড. আনোয়ারুল হক বলেন গানটি রচনা করার পর অনেকদিন এগুতে পারিনি। বছর খানেক আগে সৌমেন অধিকারীকে পেয়ে লেখাটি তার সঙ্গে শেয়ার করি। তিনি লেখাটি পড়েই ভীষণ উৎসাহিত বোধ করেন এবং গানটির সুর করার জন্যে আগ্রহ প্রকাশ করেন। এভাবেই এই ঐতিহাসিক কাজটির যাত্রা শুরু হয় আর এর পূর্ণতা আসে বিঠোফেন রেকর্ডস কোম্পানির ততোধিক আগ্রহের কারণে। এই গানকে ইংলিশ শ্রোতাদের বোধগম্য করে তোলার জন্যে রানির দেয়া ওবিই খেতাব প্রাপ্ত ড. নাজিয়া খানম উচ্চমানের সাবটাইটেল করে গানের মাত্রাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। এ কাজের সঙ্গে জড়িয়ে যারা আজ ইতিহাস সৃষ্টি করলেন তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আশা করি এ গান সবার ভালো লাগবে, জায়গা করে নেবে সবার হৃদয়ে।”

যুক্তরাজ্যের সার্বজনীন রানি দ্বিতীয় এলিজাবেথ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় যাবত ক্ষমতায় থাকা নারী রাষ্ট্রপ্রধান। অবশেষে ৯৬ বছর বয়সে ১৯২২ সালের ৮ সেপ্টেম্বর চিরবিদায় নেয়ার মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটে। 

mzamin

No comments

Powered by Blogger.