ইসরাইলি অবরোধ অবসানের পথে রয়েছে গাজা: হানিয়া
ফিলিস্তিনের
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী
ইসরাইলের পক্ষ থেকে অন্যায় অবরোধ অবসানের পথে রয়েছে গাজা উপত্যকা। এজন্য
তিনি গাজার জনগণের দৃঢ়তা ও সংগ্রাম করার মানসিকতাকে ধন্যবাদ জানান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজায় এক ঈদের জামায়াতে দেয়া খুতবায় ইসমাইল হানিয়া গতকাল (মঙ্গলবার) এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা গাজা উপত্যকার ওপর ইসরাইলের চাপিয়ে দেয়া অন্যায় অবরোধ সরিয়ে দেয়ার পথে রয়েছি। এটা হচ্ছে আমাদের সংগ্রাম ও দৃঢ়তার ফল।”
হানিয়া আরো বলেন, ভবিষ্যতে গাজা উপত্যকার জন্য যেসব সহায়তা আসবে তাতে হামাসের আচরণ কিংবা নীতিতে পরিবর্তন আনার কোনো শর্ত থাকবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’কে হামাস নেতা ‘ক্লিনিক্যালি ডেড’ বলে ঘোষণা করেন। এর পাশাপাশি ইসমাইল হানিয়া আরো বলেন, “ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ থেকে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা তুলে নিলেই কেবল হামাস ও ফাতাহ আন্দোলনের মধ্যে পুনঃএকত্রীকরণের বিষয়ে আলোচনা হতে পারে।”
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজায় এক ঈদের জামায়াতে দেয়া খুতবায় ইসমাইল হানিয়া গতকাল (মঙ্গলবার) এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা গাজা উপত্যকার ওপর ইসরাইলের চাপিয়ে দেয়া অন্যায় অবরোধ সরিয়ে দেয়ার পথে রয়েছি। এটা হচ্ছে আমাদের সংগ্রাম ও দৃঢ়তার ফল।”
হানিয়া আরো বলেন, ভবিষ্যতে গাজা উপত্যকার জন্য যেসব সহায়তা আসবে তাতে হামাসের আচরণ কিংবা নীতিতে পরিবর্তন আনার কোনো শর্ত থাকবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’কে হামাস নেতা ‘ক্লিনিক্যালি ডেড’ বলে ঘোষণা করেন। এর পাশাপাশি ইসমাইল হানিয়া আরো বলেন, “ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ থেকে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা তুলে নিলেই কেবল হামাস ও ফাতাহ আন্দোলনের মধ্যে পুনঃএকত্রীকরণের বিষয়ে আলোচনা হতে পারে।”
No comments