ছেলেবেলা থেকেই সংগঠক মোদি
জন্মের সময়েই যেন সঙ্গে করে নিয়ে এসেছেন অসাধারণ সাংগঠনিক দক্ষতা। ছোটবেলা থেকেই দক্ষ সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন সব কাজে। সামান্য রাজনৈতিক কর্মী হিসেবে কাজ শুরু করার পর নিজের প্রতিভা, একাগ্রতা আর অধ্যবসায়ে আজ ভারতের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন নরেন্দ্র মোদি। জানা গেছে, ছোটবেলা থেকেই মোদির নেশা ছিল যে কোনো কাজ সর্বোচ্চ দক্ষতায় সম্পন্ন করা। একজন আচারনিষ্ঠ হিন্দু হিসেবে তার রাজনৈতিক জীবনের শুরু বিজেপির মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের (আরএসএস) প্রচারক হিসেবে ১৯৭০ সালে। তবে একেবারে শুরুতে তার দায়িত্ব ছিল আহমেদাবাদে আরএসএসের সদর দফতরের মেঝে পরিষ্কার করা।
সকালে দুধ নিয়ে আসা, অফিস প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার ‘দায়িত্ব’ পালনের পাশাপাশি সাংগঠনিক যে কোনো কাজে ছিল দারুণ আগ্রহ ও সক্ষমতা। এতেই সিনিয়রদের নজরে পড়ে যান তিনি। বিজেপিতে যোগ দেয়ার পর দলের প্রয়োজনে বিভিন্ন নাজুক ও জটিলতাপূর্ণ অঞ্চলে সিনিয়ররা মোদিকে পাঠাতেন। দেখা যেত, প্রতিটি কাজেই মোদি অসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। মিছিল সমাবেশের আয়োজনে কিংবা নির্বাচনী প্রচারণায় দলীয় প্রভাবহীন এলাকাতেও মোদি সবসময় প্রত্যাশাকে ছাড়িয়ে যেতেন। এখন পর্যন্ত অধীনস্থ সর্বস্তরের নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও দায়িত্বশীল হওয়ার ওপর জোর দেন। আজ সারা দুনিয়া জানে, মোদি একজন ডায়নামিক ক্রমবিকাশী নেতা। যিনি তার নিজের রাজ্য গুজরাটকে উন্নয়নের মডেল করে তুলেছেন। তিনি যেখানেই হাত দিয়েছেন যেন দেবতা মাইদাসের স্পর্শে সেখানেই সোনা ফলেছে। তার নেয়া প্রতিটি প্রকল্পেই সাফল্যের গল্প।
সকালে দুধ নিয়ে আসা, অফিস প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার ‘দায়িত্ব’ পালনের পাশাপাশি সাংগঠনিক যে কোনো কাজে ছিল দারুণ আগ্রহ ও সক্ষমতা। এতেই সিনিয়রদের নজরে পড়ে যান তিনি। বিজেপিতে যোগ দেয়ার পর দলের প্রয়োজনে বিভিন্ন নাজুক ও জটিলতাপূর্ণ অঞ্চলে সিনিয়ররা মোদিকে পাঠাতেন। দেখা যেত, প্রতিটি কাজেই মোদি অসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। মিছিল সমাবেশের আয়োজনে কিংবা নির্বাচনী প্রচারণায় দলীয় প্রভাবহীন এলাকাতেও মোদি সবসময় প্রত্যাশাকে ছাড়িয়ে যেতেন। এখন পর্যন্ত অধীনস্থ সর্বস্তরের নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও দায়িত্বশীল হওয়ার ওপর জোর দেন। আজ সারা দুনিয়া জানে, মোদি একজন ডায়নামিক ক্রমবিকাশী নেতা। যিনি তার নিজের রাজ্য গুজরাটকে উন্নয়নের মডেল করে তুলেছেন। তিনি যেখানেই হাত দিয়েছেন যেন দেবতা মাইদাসের স্পর্শে সেখানেই সোনা ফলেছে। তার নেয়া প্রতিটি প্রকল্পেই সাফল্যের গল্প।
No comments