ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ২১ পুলিশ নিহত
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে এক আত্মঘাতী বোমা হামলায় গতকাল বৃহস্পতিবার কমপক্ষে ২১ পুলিশ নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এ কথা জানায়। তবে এখনো কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি। এ ছাড়া বাগদাদের কেন্দ্রস্থলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে আরও একজন বেসামরিক ইরাকি প্রাণ হারিয়েছেন।
দক্ষিণ বাগদাদের বাবিল প্রদেশের কাউন্সিল সিকিউরিটি কমিটির প্রধান হায়দার আল-জাজুর জানান, প্রদেশটির শিয়া অধ্যুষিত হিল্লা শহরের কেন্দ্রে অবস্থিত থানাটি বোমা হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। বিস্ফোরণে থানার পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি এবং দোকানঘরও বিধ্বস্ত হয়। আত্মঘাতী হামলাকারী থানায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পালা বদলের মধ্যবর্তী সময়ের সুযোগ নেয়। ওই ফাঁকে সে থানা এলাকার প্রধান গেট দিয়ে একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে। প্রায় ১২ ফুট পর্যন্ত ঢোকার পর গাড়িটি বিস্ফোরিত হয়। সকাল সাতটার দিকে এই হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি হাসপাতালের প্রধান চিকিৎসক জানান, হতাহত সবাই পুলিশের সদস্য। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন পুলিশের ক্যাপ্টেন ও একজন ফার্স্ট লেফটেন্যান্টও আছেন। এ ছাড়া আহতদের মধ্যে আছেন আরও তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
বাবিল প্রদেশের কাউন্সিল প্রধান কাদহিম মাজিদ আল-তাওমান জানান, গাড়িটিতে ১৫০ কিলোগ্রামের মতো বিস্ফোরক বোঝাই ছিল।
এদিকে বাগদাদের কেন্দ্রস্থলে আল-নিধাল সড়কের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে গতকাল সকালে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানান।
পূর্ণ দায়িত্ব তুলে দিয়ে মার্কিন সেনাদের পাততাড়ি গুটানোর মাত্র কয়েক মাস আগে দেশটিতে আত্মঘাতী হামলার মাত্রা বেড়ে গেছে। গত এপ্রিলে এ রকম হামলায় ২১১ ইরাকি নিহত হয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
দক্ষিণ বাগদাদের বাবিল প্রদেশের কাউন্সিল সিকিউরিটি কমিটির প্রধান হায়দার আল-জাজুর জানান, প্রদেশটির শিয়া অধ্যুষিত হিল্লা শহরের কেন্দ্রে অবস্থিত থানাটি বোমা হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। বিস্ফোরণে থানার পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি এবং দোকানঘরও বিধ্বস্ত হয়। আত্মঘাতী হামলাকারী থানায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পালা বদলের মধ্যবর্তী সময়ের সুযোগ নেয়। ওই ফাঁকে সে থানা এলাকার প্রধান গেট দিয়ে একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে। প্রায় ১২ ফুট পর্যন্ত ঢোকার পর গাড়িটি বিস্ফোরিত হয়। সকাল সাতটার দিকে এই হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি হাসপাতালের প্রধান চিকিৎসক জানান, হতাহত সবাই পুলিশের সদস্য। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন পুলিশের ক্যাপ্টেন ও একজন ফার্স্ট লেফটেন্যান্টও আছেন। এ ছাড়া আহতদের মধ্যে আছেন আরও তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
বাবিল প্রদেশের কাউন্সিল প্রধান কাদহিম মাজিদ আল-তাওমান জানান, গাড়িটিতে ১৫০ কিলোগ্রামের মতো বিস্ফোরক বোঝাই ছিল।
এদিকে বাগদাদের কেন্দ্রস্থলে আল-নিধাল সড়কের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে গতকাল সকালে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানান।
পূর্ণ দায়িত্ব তুলে দিয়ে মার্কিন সেনাদের পাততাড়ি গুটানোর মাত্র কয়েক মাস আগে দেশটিতে আত্মঘাতী হামলার মাত্রা বেড়ে গেছে। গত এপ্রিলে এ রকম হামলায় ২১১ ইরাকি নিহত হয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
No comments