সৌদি আরবে শীর্ষ আল-কায়েদা নেতার আত্মসমর্পণ
আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা খালেদ হাজাল আল-কাতানি সৌদি কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার এ তথ্য জানায়। কাতানি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের তালিকাভুক্ত ৪৭ জন মোস্ট ওয়ান্টেড আল-কায়েদা নেতার একজন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আল-তুর্কির বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা এসপিএ জানায়, আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা হিসেবে আল-কাতানি প্রথম আত্মসমর্পণ করলেন। গত রোববার পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর অভিযানে ওসামা নিহত হন।
আল-তুর্কি আরও জানান, কাতানিকে বিচারের মুখোমুখি করা হবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আল-তুর্কির বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা এসপিএ জানায়, আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা হিসেবে আল-কাতানি প্রথম আত্মসমর্পণ করলেন। গত রোববার পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর অভিযানে ওসামা নিহত হন।
আল-তুর্কি আরও জানান, কাতানিকে বিচারের মুখোমুখি করা হবে।
No comments