কান্দাহারের কারাগার থেকে সুড়ঙ্গপথে ৫০০ বন্দীর পলায়ন
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের প্রধান কারাগার থেকে একটি গুপ্ত সুড়ঙ্গ দিয়ে প্রায় ৫০০ বন্দী পালিয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন তালেবান নেতাও রয়েছেন। গতকাল দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সুড়ঙ্গ খুঁড়ে এভাবে বন্দীদের পলায়নে সহায়তা করার দায়িত্ব স্বীকার করেছে তালেবান।
প্রদেশের গভর্নর তরিয়ালাই ওয়েসা জানান, মোট ৪৭৮ জন বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কারাগারের নিরাপত্তায় নিয়োজিত রক্ষীদের দায়িত্বে অবহেলাই এ জন্য দায়ী। বন্দীরা যে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়, এর উৎসমুখ কর্তৃপক্ষ খুঁজে পেয়েছে। গভর্নর জানান, কারাগারের পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে সুড়ঙ্গটি খোঁড়া হয়।
তালেবানদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কয়েক মাস ধরে খুব সতর্কতার সঙ্গে খোঁড়া ওই সুড়ঙ্গপথে ৫৪১ জন বন্দী পালাতে সক্ষম হয়। সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এসে বন্দীরা নিরাপদ স্থানে সরে যায়। গত রোববার রাতে খোঁড়ার কাজ শেষ হয়েছিল।
প্রদেশের গভর্নর তরিয়ালাই ওয়েসা জানান, মোট ৪৭৮ জন বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কারাগারের নিরাপত্তায় নিয়োজিত রক্ষীদের দায়িত্বে অবহেলাই এ জন্য দায়ী। বন্দীরা যে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়, এর উৎসমুখ কর্তৃপক্ষ খুঁজে পেয়েছে। গভর্নর জানান, কারাগারের পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে সুড়ঙ্গটি খোঁড়া হয়।
তালেবানদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কয়েক মাস ধরে খুব সতর্কতার সঙ্গে খোঁড়া ওই সুড়ঙ্গপথে ৫৪১ জন বন্দী পালাতে সক্ষম হয়। সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এসে বন্দীরা নিরাপদ স্থানে সরে যায়। গত রোববার রাতে খোঁড়ার কাজ শেষ হয়েছিল।
No comments