জয়ের পথে পাকিস্তান
ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলে আগেভাগেই শেষটা বলে দেওয়া যায় না। তবু পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দ্বিতীয়ার্ধের ২৬তম ওভার শেষে পরিস্থিতি যা, তাতে ম্যাচের সম্ভাব্য বিজয়ী ধরা যায় পাকিস্তানকেই। জয়ের ২২১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে এসে পাকিস্তান ২৬ ওভারে ১ উইকেটে করেছে ৮৫ রান। অর্থাৎ জয়ের জন্য ২৪ ওভারে সফরকারীদের তুলতে হবে আরও ১৩৬। ওপেনিংয়ে আহমেদ শেহজাদের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৩২ রানে দেবেন্দ্র বিশুর শিকার মোহাম্মদ হাফিজ। শেহজাদ ৪০ ও আসাদ শফিক ১০ রানে ব্যাট করছিলেন।
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান দলের ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত কী করেন কে জানে! তবে জয়ের ভালো একটা ভিতই দলের বোলাররা গড়ে দিয়ে যান স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২২০ রানে অলআউট করে। পাকিস্তানের স্পিনারদের বিপক্ষে ক্যারিবীয় কোনো ব্যাটসম্যানকেই স্বাচ্ছন্দ্য দেখা যায়নি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং চলতি সিরিজের প্রথম ওয়ানডের পর গতকালও ডেভন স্মিথকে আউট করেছেন হাফিজ। তিনি ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন আরও দুই স্পিনার সাঈদ আজমল ও শহীদ আফ্রিদি। ৪৮ বলে ৪টি চার ও ২টি ছয়ে ইনিংস-সর্বোচ্চ ৫১ রান করেন সিমন্স।
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান দলের ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত কী করেন কে জানে! তবে জয়ের ভালো একটা ভিতই দলের বোলাররা গড়ে দিয়ে যান স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২২০ রানে অলআউট করে। পাকিস্তানের স্পিনারদের বিপক্ষে ক্যারিবীয় কোনো ব্যাটসম্যানকেই স্বাচ্ছন্দ্য দেখা যায়নি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং চলতি সিরিজের প্রথম ওয়ানডের পর গতকালও ডেভন স্মিথকে আউট করেছেন হাফিজ। তিনি ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন আরও দুই স্পিনার সাঈদ আজমল ও শহীদ আফ্রিদি। ৪৮ বলে ৪টি চার ও ২টি ছয়ে ইনিংস-সর্বোচ্চ ৫১ রান করেন সিমন্স।
No comments