যৌথ সংসদীয় কমিটি গঠনে রাজি সরকার
ভারতের টেলিযোগাযোগ খাতের দুর্নীতির অভিযোগের ব্যাপারে সংসদীয় তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনে বিরোধীদের দাবি মেনে নিয়েছে সরকার। গতকাল রোববার বিরোধী দলগুলোর সঙ্গে এক বৈঠকে সরকার এ দাবি মেনে নেয়।
দ্বিতীয় প্রজন্মের মুঠোফোনের লাইসেন্স প্রদানে দুর্নীতির অভিযোগকে ঘিরে পার্লামেন্টে গত কয়েক মাসের অচলাবস্থা নিরসন এবং আসন্ন বাজেট অধিবেশন নির্বিঘ্ন করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হলো।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘সরকার সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আসন্ন পার্লামেন্ট অধিবেশন ফলপ্রসূ ও কার্যকর হবে বলে আমি আশা করছি।’ আগামী ২৮ ফেব্রুয়ারি পার্লামেন্টে বাজেট উপস্থাপন করা হবে।
২০০৮ সালে ২-জি মোবাইল ফোনের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে টেলিযোগাযোগমন্ত্রী এ. রাজাকে গ্রেপ্তার করা হয়।
দ্বিতীয় প্রজন্মের মুঠোফোনের লাইসেন্স প্রদানে দুর্নীতির অভিযোগকে ঘিরে পার্লামেন্টে গত কয়েক মাসের অচলাবস্থা নিরসন এবং আসন্ন বাজেট অধিবেশন নির্বিঘ্ন করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হলো।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘সরকার সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আসন্ন পার্লামেন্ট অধিবেশন ফলপ্রসূ ও কার্যকর হবে বলে আমি আশা করছি।’ আগামী ২৮ ফেব্রুয়ারি পার্লামেন্টে বাজেট উপস্থাপন করা হবে।
২০০৮ সালে ২-জি মোবাইল ফোনের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে টেলিযোগাযোগমন্ত্রী এ. রাজাকে গ্রেপ্তার করা হয়।
No comments