স্পেনে বিচ্ছিন্নতাবাদী দলের বৈধতার দাবিতে বিক্ষোভ
নতুন একটি বিচ্ছিন্নতাবাদী দলের বৈধতার দাবিতে স্পেনের উত্তরাঞ্চলীয় বাস্ক সিটিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে।
নতুন এই বিচ্ছিন্নতাবাদী দলের নাম সর্তু। বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএর রাজনৈতিক শাখার সদস্যরা ওই বিক্ষোভের সমর্থনদাতা। স্বাধীন বাস্ক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গত চার দশকে ইটিএ আট শতাধিক লোককে হত্যা করেছে। নিহত ব্যক্তিদের অধিকাংশই স্প্যানিশ পুলিশ কর্মকর্তা।
সর্তুর সমর্থকেরা জানান, তাঁরা সহিংসতার পথ পরিহার করেছেন। তবে স্বাধীনতার জন্য শুধু রাজনৈতিক পন্থায় লড়াই চালিয়ে যাবেন।
এর আগে ২০০৩ সালে স্পেনের একটি আদালত সর্তুর পূর্বসুরি বতাসুনাকে নিষিদ্ধ করেন।
নতুন এই বিচ্ছিন্নতাবাদী দলের নাম সর্তু। বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএর রাজনৈতিক শাখার সদস্যরা ওই বিক্ষোভের সমর্থনদাতা। স্বাধীন বাস্ক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গত চার দশকে ইটিএ আট শতাধিক লোককে হত্যা করেছে। নিহত ব্যক্তিদের অধিকাংশই স্প্যানিশ পুলিশ কর্মকর্তা।
সর্তুর সমর্থকেরা জানান, তাঁরা সহিংসতার পথ পরিহার করেছেন। তবে স্বাধীনতার জন্য শুধু রাজনৈতিক পন্থায় লড়াই চালিয়ে যাবেন।
এর আগে ২০০৩ সালে স্পেনের একটি আদালত সর্তুর পূর্বসুরি বতাসুনাকে নিষিদ্ধ করেন।
No comments