চার দিনে ৬৪ জনকে হত্যা
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে গত চার দিনে আফগান এবং ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী অভিযান চালিয়ে অন্তত ৬৪ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। নিহত লোকজনের অধিকাংশই শিশু ও নারী। কুনার প্রদেশের গভর্নর ফজলুল্লা ওয়াহিদি গতকাল রোববার এ তথ্য জানান।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াহিদি বলেন, প্রদেশের গাজী আবাদ এলাকায় আকাশ ও ভূমি থেকে পৃথকভাবে হামলা চালিয়ে ওই বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। নিহতদের মধ্যে ২০ জন নারী, ২৯টি শিশু ও ১৫ জন পুরুষ রয়েছেন।
আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন সেনা অভিযানের সময় বিমান হামলায় প্রায়ই বেসামরিক নাগরিক নিহত হয়। সেনাদের নৈশকালীন অভিযানের সময়ও বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা ঘটছে। এ ধরনের হত্যাকাণ্ড নিয়ে আফগান সরকার ও পশ্চিমা মিত্রদের মধ্যে মতবিরোধ রয়েছে।
ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) এক মুখপাত্র জানান, কুনার প্রদেশে হামলায় সাত বেসামরিক নাগরিক আহত হওয়ার ব্যাপারে গণমাধ্যমের খবরের সত্যতা তাঁরা খতিয়ে দেখছেন। তবে বেসামরিক নাগরিক নিহত হওয়ার কোনো তথ্য তাঁদের কাছে নেই।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াহিদি বলেন, প্রদেশের গাজী আবাদ এলাকায় আকাশ ও ভূমি থেকে পৃথকভাবে হামলা চালিয়ে ওই বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। নিহতদের মধ্যে ২০ জন নারী, ২৯টি শিশু ও ১৫ জন পুরুষ রয়েছেন।
আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন সেনা অভিযানের সময় বিমান হামলায় প্রায়ই বেসামরিক নাগরিক নিহত হয়। সেনাদের নৈশকালীন অভিযানের সময়ও বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা ঘটছে। এ ধরনের হত্যাকাণ্ড নিয়ে আফগান সরকার ও পশ্চিমা মিত্রদের মধ্যে মতবিরোধ রয়েছে।
ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) এক মুখপাত্র জানান, কুনার প্রদেশে হামলায় সাত বেসামরিক নাগরিক আহত হওয়ার ব্যাপারে গণমাধ্যমের খবরের সত্যতা তাঁরা খতিয়ে দেখছেন। তবে বেসামরিক নাগরিক নিহত হওয়ার কোনো তথ্য তাঁদের কাছে নেই।
No comments